বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

অরূপরতন হালদার



অরূপরতন হালদার / দুটি কবিতা 

প্লাতেরো, তুমি








প্লাতেরো, তুমি স্বপ্নের আয়োজনে জ্বলো

এই আচম্বিত মায়ার আলোড়ন থেকে চলে যাও

নিগূঢ় কোনো সন্ন্যাসে, সেইখানে কলরোল

ধান ও বহুবর্ণ মেঘের সমুদ্রে উচ্ছ্বল

এক জিরাফের অজ্ঞান আলো

সন্তের বিনিদ্র প্রহর থেকে নেমে এসে

আমাদের জীবনের ছিরিছাঁদ বুনে দেয়

এমন নৈঋত কতদূর শুভ সেসব গণিতের মধ্যবর্তী তৃষা

আমি ফিরি ভূমায়, চৈতী সন্তরণে খুঁজে ফেরো তুমি

দৃশ্যের অস্থির আলো, সে জানে কতদূর শলাকার বেগ

মাতৃরূপ খুলে যায় অগণ্য পাতার রক্তে ও তমসায়

শেকড়ের গলিপথে একটি গুলির শব্দ এক অসীম আরম্ভ

ছিঁড়ে ফেলে তমসুক, আলেয়ার দ্রুতি

প্রবালদ্বীপে খেলে যায় ঢেউয়ের সন্ততি আজ

জ্যোৎস্নাও তীরের ফলায় ক্রন্দন যেন

তুমি বিনা এ আসঙ্গ হন্তারক

নতুন নক্ষত্ররা ঘোড়াটির কেশরে নেমে আসে













উদযাপন

সময়ের বেগ বহুদূর

হরিৎবর্ণ আলোয় তার স্নান জগতের একটি বিন্দু

ক্রমে ভিজে যায় আমাদের জন্ম আর মৃত্যুতে

প্রতিটা রিরংসা তার নভোস্তল থেকে

এক কাঁটার অন্ধকারে চলে যায় একা একা

এইসব গ্রহণ ও ছায়ার প্রতিবেশ নির্মিত হয় ধীরে

লবণাক্ত পৃথিবীর কফিনে এসেছে হাওয়ার কারুকাজ

মায়াহরিণের মৃদুতায় স্বাদ করুণ ভ্রম মাত্র

জ্বলে পরবাসে

দুর্নিবার বিষের পাত্র মুখে তুলি

এই প্রেম সমবায় নয়, আহত পরম্পরা নয়

কেবল আচ্ছন্ন কোমল রেখাব লাফ দেয় ত্রাসে

আমাদের অগ্নিময় রাত্রি থেকে আরও দূরে

একটি বৃক্ষের পারলৌকিক আকাশ

ক্ষতদের উদযাপন করে ভালবেসে 



*****************************************************************************************************



অরূপরতন হালদার 

পেশায় শিশু-চিকিৎসক। শিশুদের না-বলা অভিব্যক্তির মাধ্যমে রোগনির্ণয়ের দৈনন্দিনতা থেকে কবিতার অনাবিষ্কৃত ভূমিতে নতুন স্পন্দন শোনবার প্রয়াসী। কলেজ জীবন থেকে কবিতায় হাত পাকানো। এখনো পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। "শূন্য রক্ত গাথা"  সাম্প্রতিকতম বই, ডিসেম্বর, ২০২১শে প্রকাশিত। লিখেছেন বেশ কিছু বিশিষ্ট কবিতা-পত্রিকা ও ওয়েব-পত্রিকায়। কবিতা লেখা ছাড়া বিভিন্ন বিদেশি কবিতার অনুবাদে নিয়মিতভাবে ব্যাপৃত। চলচ্চিত্র ও চিত্রকলাও তাঁর বিশেষ আগ্রহের বিষয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন