বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

মালা ঘোষ মিত্র



মালা ঘোষ মিত্র / দুটি কবিতা

স্পন্দন 








রঙিন মাছ সুদৃশ্য অ্যাকোয়ারিয়ামে, 

স্বচ্ছ জলে ঝাঁকে ঝাঁকে মাছ, 

জলের মাঝে বাঁশের মাচা, অতন্দ্র প্রহরী, 

খেয়াল খুশি মতো মাছ ধরে, 

উল্লাস করে, হাত তালি দেয়, 

কখনো কখনো বোতলে ছিপি, 

শালুক, জলে ভাসে-----

অবিচ্ছিন্ন স্বপ্নের সেতু দিয়ে

জাহাজ বন্দরে আসে ----

গাছের কোটরে কাঠবিড়ালী

অক্ষিগোলকে বাহুর বন্ধন

তোমার নিবিড় ছায়ায় বেঁচে উঠি, 

সবুজ শ্যামলিমা গায়ে মাখি

আজও  কত আশা---

নিবিড় স্পন্দন বুকে বাজে।। 












অভ্যাস হচ্ছে  

পথ চলতে চলতে বাঁক নিতেই পারে, 

তবে তো কি কিছু এসে যায়----

তোমার এই বদলে যাওয়া

সত্যিই কি হঠাৎ---

একদম নিজস্ব গন্ডিতে আবদ্ধ

চুরমার হয়ে ভাঙছে, 

সেতারে বেজে ওঠে বিলাবল, 

দীর্ঘ রাতে অংক কষি, 

ছকগুলো সব পেরিয়ে যায়, 

জ্যামিতিতে কোণগুলো মেলে না, 

পুরনো জীবন খুঁড়তে বেরিয়ে পড়ে

আবছা আবছা -----

তাতে কে আলকাতরার প্রলেপ দিলো, 

অন্য কোথায় অভ্যাস হয়েছে, 

গায়ের কালো তিল

খুঁটে কি তোলা যায়---?? 


*******************************************************************************************************



মালা ঘোষ মিত্র

 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন