কবিতাগুচ্ছ * প্রদীপ ঘোষ
বাপি বাড়ি যা
১.
ইহা সত্য, প্রশংসা মিথ্যে হলেও
সকলের-ই লাগে ভীষণ ভালো
শুধু ইয়ারানায় অমিতাভের মত
লেবাস-টি হতে হবে জমকালো।
২
পান্তাভাতে গরমভাতের জ্বর
নায়িকা সংবাদ রাখনি কেন?
শুধু আমানির খবর এ গল্পে
মেঘে মেঘে বেলা, অবহেলা
তাপ নিভে গেলে এক ঘড়া
জল ঢেলো বিদ্যুত প্রকল্পে।
৩.
একদিকে হেমলক আবার জীবনদায়ী
ওষধি, ঈশ্বরের বাগান অমৃত-বিষাক্ত
বিবিধ গাছগাছালির মতো বেসিকালি
কুকুর কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মানুষমাত্র।
৪.
ধরো না কালাহান্ডি কিংবা সোমালিয়া ! প্রমাণিত
উদরের চাইতে নিম্নোদরের খিদে মহান, যথাযথ।
৫.
মায়া কাকে বলে জানো ? কখনও মুখ মোছার রোমাল দিয়ে পুজোর নতুন জুতোর ধুলো ঝেড়েছো ? সকালে একপ্রস্থ ঠাকুর দেখে এসে ফোস্কা পায়ে ব্যন্ডেড স্ট্রিপ লাগিয়েও আবার সে জুতো পরেই রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলে কখনও ?
৬.
চিরকাল সন্ত্রস্ত ; হাটুরে সুলভ বিকিকিনি করে
গেলে সুজন ! ব্যথা, লজ্জা, ভয়, যতেক সংশয় ;
অর্বাচীনের দুর্বিনীত অহংকার-ই কিনতে পারনি !
মনেও পড়ে না নিশ্চয়, বলবে তো !
ক্যানো কী জানি ! আমি এমনই।
ডেবিট ক্রেডিটের সমতা কোথায় ?
ব্যালেন্স শীটে শুধু লায়াবিলিটি-ই ঠেসে রাখলে
কিন্তু ক্যাপিটাল ! কিছু-ই রাখোনি।
************************************************************************************************
'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন