বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

শহীদুল ইসলাম



শহীদুল ইসলাম / দুটি কবিতা 

সৌভাগ্যের নীল পাখিটা হাত ছুঁয়ালো বলে 








সৌভাগ্যের নীল পাখিটা হাত ছুঁয়ালো বলে

পেলব হল মনের করিডোর 

ছুঁয়াছুঁয়ির সাঙ্গ করে সময় 

অনুভবের তৃষ্ণা বাড়ে আরও 

অনুবাদের হিড়িক দেখ ভাষায় 

তবু চোখের ভাষার হয় না রুপান্তর 

ইচ্ছে ঘুড়ির রঙিন সুতো বেঁধে - 

উড়িয়ে দিলাম মনের বৃন্দাবন 

নাটাই রাখা তোমার দুটি হাতে

কারণ তোমার শিহরণের হাত


বিশাল আকাশ চোখের কাছে চোখাচোখি হলে 

দেখব তখন তেপান্তরের মাঠ

অথৈ জলের সুনীল জলাভূমি 

ঘুরিয়ে এলাম ইচ্ছে মতো মন পবনের নাও। 











নির্বাসিত 

আকাশে গুমোট মেঘ এলোমেলো বিক্ষিপ্ত 

আর তুমি পড়ে আছো আমার মনের টেবিলে কাটা -

 চামচের মতো 

কতবার ভেবেছি 

তবু গুছিয়ে উঠতে পারিনি 

বিভ্রান্ত আমি কি নির্মম প্রকৃতি

পারলে না কাটা চামচের রক্ত ঝরাতে

জাহাজের দৈর্ঘ্যের সমকোনে প্রেম সাজানো বাগানে

অথচ অপাদানে বিচ্যুত হতে চাওনি তুমি

নতুন জলবায়ু অভ্যস্তকরন হয়ে উঠছো আজকাল 


টিপটিপ বর্ষা 

শ্রাবণের জলধারা 

বিরহের পরাভয় ছিল না তোমার 

অথচ নির্বাসিত যক্ষ আমি। 


************************************************************************************************




শহীদুল ইসলাম

সাতক্ষীরা থেকে লিখছেন ।
পেশা শিক্ষকতা  প্রভাষক, বাংলা বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষীরা সদর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন