বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

বিজয় সিংহ



বিজয় সিংহ -এর কবিতা

অপ্রাকৃতের জানলা দরজা








অলীক মর্মর ওঠে 

স্পর্শ পেতে শহরকে

স্থির  হতে হবে  কক্ষপথে                  

চাঁদের অস্থির ভস্ম মূলাধারে রেখে

নাভিতে ফোটাতে হবে

ব্রহ্ম আর পদ্মের উৎসার; মনে রেখো, 


যৌনমুদ্রাগুলি, যা শহর দিয়েছিল,

হারিয়েছি; তেতলায়                         

নিশিধৃত গুপ্ত রেখেছিলে 

দেখেছি বিধর্মী স্বপ্নে ভাঙাকাচ, জল,

গুল্ম, অ্যসিডে পোড়া জ্যোৎস্নার বীজ


চেরাজিভে সাইরেন কী প্রচন্ড লুটমার

                               করে যায় 













তোমার সহিত কিছু শলা ছিল

কিছু সংঘর্ষী আলাপ

বসুধায় ছুঁড়ে দেওয়া রোদ

জানলা ভেদ করে গেছে

কার্নিশের ঝোড়ো কাক কিছুটা

ঝিমনো আজ 

মায়েরা যুবতী হতে কিন্ডারগার্ডেনে গিয়ে

গজল্লা পাকায়


আমরা কি নেবনা স্পর্শ, ধূমাবতী,

গুমো কুয়াশার? মেঘময়

শরৎ ব্যানার্জি রোডে দুনিয়াকাঁপানো

বালি আর ইঁটের রমন

১৩র আরিফ রোডে অযৌন কাছিম

গোক্ষুরের ফণা পিঠে ঘোরে তার

বিষাক্ত দোফলা জিভ

রক্তমাংসে ঢোকে রৌদ্রমাংসে বার হয়

 

তাহিতি আঁচের ওমে

কতটা গুলমোহর তুমি

          অনিত্য ফেরাবে? মায়া

মতিভ্রমে ভরা এই

অলিখিত আয়ু

      আশঙ্কায় গুমগুম করে ওঠে


**********************************************************************************************



বিজয় সিংহ 

৮০  দশকের  গুরুত্বপূর্ণ কবি। জন্ম জামশেদপুরে। বসবাস কলকাতায়। এ পর্যন্ত আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গ্রন্থ 'অযুত মায়াবী ধান্য',  সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'ছায়াছবির গান'। 'প্রলয়ের পাঁচ মুহূর্ত' কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার ওপর গবেষণা করেছেন। 'সুভাষ মুখোপাধ্যায়: পদাতিক কবি, রক্তিম কবিতা' গবেষণা গ্রন্হটি বিপুল ভাবে সমাদৃত হয়েছে। বর্তমানে  সাউথ সিটি কলেজের বাংলা বিভাগের  এসোসিয়েট প্রফেসর। কাব্যগ্রন্থ----অযুত মায়াবী ধান্য (১৯৯১)  প্রেমিক প্রণীত (১৯৯৫)  নীল হারমোনিয়াম (১৯৯৫)  প্রলয়ের পাঁচ মুহূর্ত (২০০৫)  সন্ধের পরের কবিতা (২০১০)  কবীরের সঙ্গে চার ফর্মা (২০১৪) অতটা মধুর নয় কেকা (২০১৯)  ছায়াছবির গান  (২০২১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন