বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

পলাশ দাস



পলাশ দাস / দুটি কবিতা

ছবি 








ভাঙা ইট দিয়ে 

কাঠকয়লা দিয়ে 

নখ দিয়ে 

দাগ কেটে যাচ্ছে 


একটা ছবি আঁকার চেষ্টা করছে 


কিন্তু আগের মতো সেই চকচকে উজ্জ্বল 

অবয়ব ফুটে উঠছে না 

হাত দিয়ে মুছে নিচ্ছে 

তবুও  













মেয়েবেলা 

কেউ কেউ দৌড়ে চলে যাচ্ছে 

কেউ খুব ধীরে 

কেউ ধাক্কা দিয়ে 

এগিয়ে গিয়ে ঘাড় সামান্য ঘুরিয়ে  

দেখে নিচ্ছে যাকে ধাক্কা দিল 

বোঝা গেল না এটা তার ইচ্ছাকৃত কি না 

শুধু বোঝা গেল সে আন্তরিক হতে চাইছে 

কিন্তু তার যাবতীয় ব্যস্ততা তাকে আন্তরিক হতে দিচ্ছে না 

কারও পিঠের বোঝায় মাথা নিচু কোমর অসহায় 


এই সমস্ত কিছুর মধ্যে একটি মেয়ে  

খুব চতুরভাবে দেখছে চারপাশ মাথা নামিয়ে নিয়ে  

মেপে নিচ্ছে কেউ তাকে দেখছে কি না 

তার লম্বা চুলে বিনুনির আলপথ সিঁথি জোড়া সিঁদুর 

খুব নম্র তার চলার শব্দ 

পাশে তার মানুষটি 

তার দু'চোখ জুড়ে উঁকি দিচ্ছে ফেলে দেওয়া মেয়েবেলা 


***********************************************************************************************************



 পলাশ দাস

জন্ম:- 27 মার্চ, 1989,বারাসাত।
স্থায়ী বসবাস বারাসতে। পিতা- প্রদ্যুৎ দাস, মাতা- কৃষ্ণা দাস।
2018 সালে প্রথম কবিতা প্রকাশ,কলকাতা শব্দহরিণ পত্রিকায় সাত্যকি নামে(পরিবার প্রদত্ত নাম পলাশ দাস)। পরবর্তীতে নিজ নামেই লেখা প্রকাশ। লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা হচ্ছে।কবিকথা, কাগজের ঠোঙা,কালধ্বনি, পদক্ষেপ,সাহিত্য সৃজনী, সাগ্নিক, অবেক্ষণ, অর্বাচীন,মুখর,কবিতা সীমান্ত, আখরকথা, কবিতা নগর,ষোলো আনা, ঝিলম,ভোরের সাঁঝপথ,কবিতা কুটির, আজকের কুরুক্ষেত্র,বিবস্বান,নৌকা প্রভৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন