পলাশ দাস / দুটি কবিতা
ছবি
ভাঙা ইট দিয়ে
কাঠকয়লা দিয়ে
নখ দিয়ে
দাগ কেটে যাচ্ছে
একটা ছবি আঁকার চেষ্টা করছে
কিন্তু আগের মতো সেই চকচকে উজ্জ্বল
অবয়ব ফুটে উঠছে না
হাত দিয়ে মুছে নিচ্ছে
তবুও
মেয়েবেলা
কেউ কেউ দৌড়ে চলে যাচ্ছে
কেউ খুব ধীরে
কেউ ধাক্কা দিয়ে
এগিয়ে গিয়ে ঘাড় সামান্য ঘুরিয়ে
দেখে নিচ্ছে যাকে ধাক্কা দিল
বোঝা গেল না এটা তার ইচ্ছাকৃত কি না
শুধু বোঝা গেল সে আন্তরিক হতে চাইছে
কিন্তু তার যাবতীয় ব্যস্ততা তাকে আন্তরিক হতে দিচ্ছে না
কারও পিঠের বোঝায় মাথা নিচু কোমর অসহায়
এই সমস্ত কিছুর মধ্যে একটি মেয়ে
খুব চতুরভাবে দেখছে চারপাশ মাথা নামিয়ে নিয়ে
মেপে নিচ্ছে কেউ তাকে দেখছে কি না
তার লম্বা চুলে বিনুনির আলপথ সিঁথি জোড়া সিঁদুর
খুব নম্র তার চলার শব্দ
পাশে তার মানুষটি
তার দু'চোখ জুড়ে উঁকি দিচ্ছে ফেলে দেওয়া মেয়েবেলা
***********************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন