বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কবিতা * সৈয়দ কওসর জামাল



সৈয়দ কওসর জামাল / দুটি কবিতা

দিগন্ত পেরিয়ে







ভূতপ্রেত ভয় পাও বলে জীবন নুইয়ে রাখো 

তাবিজের নীচে

চেতনাবিহীন এই বেঁচে থাকা ছায়ার শরীর

একে তুমি বেঁচে থাকা বলো, সুপ্রতীক?

এসো, আজ ধ্বংসস্তূপ পোড়োবাড়ি জঙ্গলের

বৃত্ত ছেড়ে দিনের আলোর মতো হাঁটি 

চোখ রাখো দিগবিদিক

সাহেব ভূতেরা নেই, দত্যিদানো নয়

মানুষের শীর্ণদেহগুলো চেয়েছে তোমার দিকে

ছায়ার মতন তারা বেঁচে আছে অতি দীর্ঘকাল

বেঁচে আছে চলমান বেদনার মতো

বয়ে চলে মুহ্যমান জীবনের বিষণ্ণ আঙ্গিক

অথচ তাদের ভীতি নেই

নেই কিছু হারানোর

আমরা হারিয়ে যাই অযুক্তির অলৌকিক

    দিগন্ত পেরিয়ে।











গোধূলি সন্ধ্যার ভ্রম

ধরাতল কুয়াশাবিভ্রম 

ভরিয়ে তুলেছে খাতা, অজস্র অক্ষর

তুমিও তাহলে রুদ্ধবাক 

স্তব্ধতার এই কাল গোধূলি-উত্তর।


অবদমনের ছায়া মুখে এসে পড়ে

অন্ধকারে জমে ধুলো, শ্লেষ

চেনা পথও এমন অচেনা

যতই এগোয়, বাড়ে পথশ্রম, ক্লেশ।


এই পথ শুধু ভালোবাসাহীন নয়

প্রতি পদে ঘৃণার আবহ

প্রকৃতিও হিংস্র, অকরুণ

তবুয়ো এগোয় কেউ, বিষাদবিগ্রহ! 



***************************************************************************************************************



সৈয়দ কওসর জামাল

কবি ও প্রাবন্ধিক সৈয়দ কওসর জামালের কবিতা চর্চার শুরু ১৯৭০ এর গোড়া থেকে। তুলনামূলক কাব্যচর্চায় অপরিসীম আগ্রহ তাঁর। এখন পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত। কবিতার জন্য পেয়েছেন কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারও। অনুবাদ করেছেন সমকালীন ফরাসি কবিতা। ‘কবির জগৎ কবিতার জগৎ' বইটি কবি ও কবিতা সম্পর্কে তাঁর প্রবন্ধের নির্বাচিত সংকলন। সম্প্রতি কলকাতা বইমেলায়  প্রকাশিত হলো তাঁর রবীন্দ্রনাথ ও ফ্রান্স বইটি। নিঃসন্দেহে আমাদের সাহিত্যে এটি উল্লেখযোগ্য সংযোজন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন