বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

সৃশর্মিষ্ঠা



সৃশর্মিষ্ঠা / দুটি কবিতা

আবশ্যিক 








মন সরে না, তবু মনে হয় 

দিন ফুরনোর আগে 

যদি দ্বিতীয় সূর্যের দেখা পাই

সে কি 

প্রথম পথিকের পথে হারিয়ে যাবে?


ভাবি 

যে দেশে মৃত্যুহীন বিবেক

অনর্গল আলো

সে দেশে

নক্ষত্র আর জোনাকির প্রেমের ইশারা 

কীভাবে সম্ভব? 


অন্ধকার জরুরি 

আড়াল জরুরি 

আবডালের তুলতুলে আকর্ষের হোঁচটও জরুরি 




 









বৃত্তান্ত

জন্মলগ্নের ডাকে এসে দেখি


পৃথিবী বলতে 


বাবা 

সুদীর্ঘ আকাশে 

পেপার মিলের বিস্তীর্ণ বিজ্ঞান 


মা

তারায় তারায় মন্দাক্রান্তা ছন্দ 


আমি 

এক ফুটফুটে শিউলির কবিতা


*****************************************************************************************************



 সৃশর্মিষ্ঠা 

জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন