সমীরণ ঘোষ / দুটি কবিতা
তুফান
![]() |
হলদে মেকানিককে কেন সর্বনাম বলবে
সন্ত্রাসের স্কুল। জঙ্গলে হারাকিরি করছে
ঝোরার বিকেল। আঙুঠাছাপের নীচে পড়ে
থাকা ঘুমের গেরিলা। ষাঁড়ের অণ্ডে মৃত
ফড়িঙের ভূমিকা সামান্য। কামানের হাড়ে
গোঁজা টোটাগন্ধের পাখির ফুড়ুৎ
সাবেক কলতলা দেবতার থুড়থুড়ে ফতুয়া কাচছে
হলদে মেকানিক কালো টিউনিকের। সা-এর গুর্জর
থ্যাঁতলানো গ্রামোফোন থেঁতো দূতের গোধূলি
চোঙের কুকুর মুচড়ে যাচ্ছে লাল ক্ষয়ের তুফান
ধুলোখেলা
মৃতদেহ ঘষে ঘষে ভাঙা পাঠকে জাগাচ্ছে
তোবড়ানো গানের টোল। কুপির হাসির
লাল বেদনা বাজাচ্ছে মেঘ
ছায়াকদমের নীচে ভাঙা গোধূলিচরকা
পুতুলের শ্বাসে পোড়া মেয়েদের স্মৃতির রবাব
মাছপোকা-উগরানো থম পুথির সন্ধে
ভাঙা কাচকে ঘষছে জিভে মৃতযত ছায়ার ইস্কুল
************************************************************************************************
![]() |
সমীরণ ঘোষ
প্রকাশিত কাব্যগ্রন্থ * কবিতাসংগ্রহ। চাঁদলাগা চৌষট্টি আশমান। অন্তর্বর্তী রেখা।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন