কবি উমা বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা
শীত-শেষে
একবার ফেরে মুখ, আর বলি, "চলে যাস ।"
বুড়ো শীতকালে কেউ আসেই না আর;
সব সাপের ,ব্যাঙের আর পোকাদের মত
ঘুম গেছে ,অন্ধকারে মাটির তলায়।
শীতের রোদের ওমে কাঁথা মেলে দিতো যারা
রোদের উঠোনে ,তারাও গিয়েছে ফিরে।
আসে না সঙ্কেত আর ভারী টেলিফোনে।
ভালোবাসা , ভালোবাসা বলে অস্থির করে না আর
গৃহস্থ কুকুর ।
মৌচাকে ঢিল ছোঁড়া অদ্ভুত দুরন্ত ছেলে, তুষারশিখরে
সম্ভ্রান্ত শিব হয়ে গেছে ।
জল পড়া পাতা নড়া, বাতাস বাতাস উড়ে যায়
পশ্চিমের দিকে ।
অভিসন্ধি বসে বসে, নয়নতারার ঝোপে ভাঙে
অলস দুপুর ।
মাছরাঙা ধরে নেয় ডুবন্ত ডাকনামগুলি ঝিলের
নির্বিকার জল থেকে।
শীতশেষে শুধু এক বঞ্চিত ব্যথিত কোকিল
খোঁজে মধুমাস...
গোপন বার্তা
তোমাকেই যেন দেখি বারবার ছায়াটির অগোচরে;
ভাঙা ঘাটে ওই ভাঙা সিঁড়িধাপ জলের গায়েই পড়ে;
ওখানে সময় বসেছে, পাথর ক্ষয়েছে ঘটের ভারে।
তুমি যেন এলে দু'টি হাত ভরা অপরূপ সম্ভারে।
দূরে ডাক ছিল , নির্জনপথে বিপন্ন পথরেখা
জানে বনভূমি, অবলা হরিণী কেন ফেরে একা একা।
শরীরের রঙে মুখর করে সে মায়াবী আর্তনাদ;
তৃষ্ণার জলে কাটে রেখাগুলি বিম্বিত সংবাদ।
গোপন বার্তা উড়িয়ে দিয়েছ বাতাসে ও ঘাসে ঘাসে;
সচকিত বন ভুলেছে ভ্রমণ রক্তিম আশ্বাসে।
উড়েছে আকুল ভীরু সংলাপ ধুলোরেণুময় রোদে,
তোমাকেই দেখি ঘাটের সিঁড়িতে নিশ্চল অবরোধে...
**************************************************************
জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে । ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই । স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক , তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ১৯৯৬ তে প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে ' । পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন ' ছায়াময় ও দু-একটি মানুষ , চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা ' আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '।উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । আর সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ 'অক্ষরভূমি মধুপর্ণা' ।
আপনার লেখায় সে গভীর উপলব্ধি আর ব্যাকুল আর্তি থাকে , তা ভাবায় বার বার । বড় মন ছোঁয়া লেখা দিদি ।
উত্তরমুছুনদুটি কবিতাই খুব সুন্দর। সংবেদনশীল মনের গভীর আর্তি
উত্তরমুছুনছুঁয়ে যায় মনের আনাচে কানাচে।
সংবেদনশীলতা আপনার কবিতার অপরূপ অলংকার।মধুময় অমৃতকুঞ্জের অপার হাতছানিতে মোহিত হই অহরহ।শুভকামনা নিরন্তর 🙏🙏
উত্তরমুছুনধুলোরেণুময় রোদে ত্রসরেণুর চলাচল দেখালেন কবি।
উত্তরমুছুনঅনায়াস সহজতায় ছুঁয়ে নেেয় গভীরতা
উত্তরমুছুন