এই বিভাগে আমরা এমন দু-একটি কবিতা পড়ব , যে কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টি করে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সবসময় বিখ্যাতই হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | স্বরবর্ণ / ৭ সংখ্যায় 'প্রিয় কবি প্রিয় কবিতা ' বিভাগের কবি হলেনসুনীল গঙ্গোপাধ্যায়
শুধু কবিতার জন্য
সুনীল গঙ্গোপাধ্যায়
শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার
জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা
ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য
শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু
কবিতার জন্য এতো রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত
অপলক মুখশ্রীর শান্তি একঝলক;
শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়।
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু
কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।

শুধু কবিতার জন্য
উত্তরমুছুনসত্যি বড়ো লোভ হয়
আর কটা দিন যদি বেশি বাঁচা যেত ।
সুনীল বাবুকে আন্তরিক শ্রদ্ধা জানাই ।