বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

পঙ্কজ মান্না

 




কবি পঙ্কজ মান্না-র দুটি কবিতা 


ভুল বুঝি না


এখন আমি ভুল বুঝি না

রোদ-ঢাকা সেই মেঘের সঙ্গে 

পুরনো অভিমানের সঙ্গে মন ভেজানো গানের সঙ্গে

কষ্ট হলেও আর যুঝি না 


সত্যি বলছি, এখন আমি ভুল বুঝি না অন্য জনে

একলা হাঁটি, পায়ের তলায় আলগা মাটি

হয়তো তুমিই দিয়েছ টান

ছদ্মবেশী শ্রাবণ এসে তৃষ্ণা বাড়ায় অসংগত 


সত্যি বলছি,তবু আমি আর যুঝি না

ভুল বুঝি না আর তোমাকে 











ফিরে আয় একবার

                                

গানপাখি আর ডাকবে না ভোরবেলা

বলবে না আর বারোমাস ভালো থেকো

ভালোবাসা-ঘরে পুজোয় ব্যস্ত আছি

অসুখের দিন মনে করে কাছে ডেকো 


খানিকটা সে ক্ষয়ে গেছে নিজে নিজে

অনামিকা থেকে আলো পড়ে গেছে ভুলে

গানপাখি আর ডাকবে না ভোরবেলা

জীবন-পাঁচালি পড়বে না দুলে দুলে 


গানপাখি, ওরে ফিরে আয় একবার

তুই না গাইলে আমার পৃথিবী কালো

পুজো শেষ হলে বলে যেও মধুমিতা

ভালো থেকো প্রেম, বারোমাস থেকো ভালো



**********************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ

৫টি মন্তব্য:

  1. কবিতাগুলো পরিনত মনের চিহ্ন বহন করে। বেদনাকে আড়ালে রেখে তোয়াক্কা না করার একটা প্রবনতা ফুটে উঠেছে এই কবিতাগুলোতে।

    উত্তরমুছুন
  2. এই যে বলে দেওয়া ভুল বুঝি না আর তোমাকে, এই কথার মধ্যে যে কি তিব্র কষ্ট আর অভিমান লুকিয়ে আছে তা কবিতা কে এক আলাদা মাত্রায় পৌছে দিয়েছে ।
    ফিরে আয় একবার, এই কবিতা টা যে ফিরে পাওয়ার আর্তি তা নাড়া দেয় মন কে ।

    উত্তরমুছুন
  3. পঙ্কজ বাবু মনকে স্পর্শ করতে জানেন। অভিঘাত চিকিৎসার মারফত সুস্থ করে তোলেন তৃষিত মনের দহন-জ্বালা।ওনার কবিতার মূল উপাদান মৃত্তিকা। সেই সুগন্ধ পাঠকদের প্রেমিক (প্রেমিকা)করে তোলে🙏🙏

    উত্তরমুছুন
  4. মনের গভীরে ছুঁয়ে যাওয়া কবিতা

    উত্তরমুছুন