কবি মালা ঘোষ মিত্র-এর দুটি কবিতা
বাতাস
সাদা চাদরে ঢাকা অবয়বের দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে
চোখ জ্বালা করে,
বুকের ভিতর অদ্ভুত যন্ত্রনা
শরীরের অন্তরালে জাগে।
সমবেত মানুষের গভীরতা
স্মৃতির বিজুলী দিয়ে আঁটোসাঁটো
মুড়ে রাখা -----
কোনো বারণ শোনে না
অপ্রকাশিত থাকে-----
সামনে সূর্য অস্তগামী
শেষ আলো ধুয়ে যাচ্ছে
জেগে উঠছে রক্তিমাভা
ফাল্গুনী বিকেলের কুহকে,
বাতাস রহস্যময়।।
সমুদ্র আসে
কবে আর দেখা হবে
এই ফাগুনের পলাশ বনে
কোকিল ডেকে চলে,
কতখানি উথলে ওঠে ভালোবাসা,
মাপবে কি করে এই বৈভব।
হরপ্পা সভ্যতা মাটির নিচে,
আজও খুঁড়ে চলি আবিষ্কারের নেশায়
খুঁজি আর কাঁদি
অপাংক্তেয়, তবুও স্বপ্ন থাকে চোখ জুড়ে।
মমিরাও নড়েচড়ে ওঠে।
রিনিঝিনি নূপুরও মায়াবী
গোধূলিতে ঝম্পক ওঠে,
বৃষ্টি আসে হৃদয় জুড়ে
সমুদ্র এসে ছুঁয়ে দেয় জল,
সাজিয়ে রাখি নিভৃত বেলায়।।
**************************************************************
বড়ো ভালো লিখেছেন ।
উত্তরমুছুন