বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

প্রভাত ভট্টাচার্য



কবি প্রভাত ভট্টাচার্য-এর দুটি কবিতা 


মনখুশি কবিতা


কান্ডকারখানা দেখে

হারুর মুখে অনাবিল হাসি।

দীঘির জলে ছড়িয়ে আছে


রাশি রাশি কবিতা :

তাড়াতাড়ি নিয়ে আসি ,

অবাক হয়ে দেখে বটগাছ। 

কুঁড়েঘরে প্রদীপের আলো থেকে 

বেরিয়ে আসে স্বপ্নকবিতা,

যতনভরে রেখে দিই

মজবুত হৃদয়সিন্দুকে।

জঙ্গলে বনবাসী মানুষের

যত খুশি বাষ্প হয়ে ওঠে,

তাকে কবিতায় রূপান্তর করি,

জমে ওঠে মনখুশি কবিতা।









দিগভ্রান্ত নাবিক


দিকভ্রান্ত নাবিক --

দৃষ্টি প্রসারিত তার

অসীম জলরাশির দিকে

ভয়ঙ্কর তুফান এর সাথী

উত্তাল জলতরঙ্গ,

 তবুও একরাশ আশা

নাবিকের বুকের ভেতরে।

হঠাৎ চোখেমুখে খুশির ঝিলিক, 

দূরে দেখা যায় সবুজের আভাস, 

ক্রমশ পরিষ্কার দেখা যায় ডাঙা।

বিজয়ের হাসি নাবিকের মুখে।


****************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর একটি গ্রন্থ --- 





২টি মন্তব্য: