বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

গৌরীশঙ্কর দে



কবি গৌরীশঙ্কর দে-এর একটি কবিতা 

অক্ষরের ছাই


শক্তিহীন সাবানের ফেনা

স্তব্ধ যোনিদেশ।

উদ্ভ্রান্ত সানাই—

হিমেল বসন্তসেনা,

ক্রন্দনাতুর উপনিবেশ 

যাই, ছেড়ে যাই?

এপর্যন্ত কেউ এলেনা,

এখানেই শেষ!

না সূর্য টানাই?


রোদে ঝলমল কেনা

দাম দিয়ে এই পরবেশ

নিস্তব্ধ সানাই।

বললে তো বিশ্বাস করবেনা

না করাই করেছ অভ্যেস

ন্যাড়া পুড়িয়েছ শ্যাম রাই।

এত যত্নে মেখেছ হে হেনা

যেখানে নিভৃতাদেশ

অক্ষরের ছাই।


ওড়ে মুখগুলো চেনা

হাঘরে ফায়ার প্লেস

আমাদের কোনো রচনাই,

কখনো ওদের দেনা...

মিস্টার ইনগ্লেস,

করোনা তো স্রেফ বনসাই।

যুদ্ধ শেষ কেউ বলবেনা

অতিমারী শেষ

হয়ে তবু হলো না কানাই।



**মিস্টার ইনগ্লেস  (আগাথা ক্রিস্টির 'বিগ ফোর' উপন্যাসের একটি চরিত্র )









*************************************************************



গৌরীশঙ্কর দে 

বাংলা কবিতায় একটি পরিচিত নাম ছন্দকুশলী এই কবি প্রতিনিয়ত আমাদের কাব্যপিপাসা পরিতৃপ্ত করে চলেছেন নির্বাচিত কবিতাসহ এ পর্যন্ত আটটিরও বেশি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন তাঁরকয়েকটি উল্লেখযোগ্য  কবিতার বই ---অশ্রু প্রপাতের নিচে * স্খলিত স্বপ্নের নীড় * ভাষামাতৃক্রোড়*আদিসপ্তগ্রাম * আশির বাদকের পত্রলেখা*অনৈশ্বর্য * নির্বাচিত কবিতা 
আমার নিভৃতাবাস (যন্ত্রস্থ)


৪টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আপনার এই ভাবনার গভীরতা দেখে অবাক হয়ে যাই । ভাবতে শেখায় নতুন করে ।

    উত্তরমুছুন
  3. আপনার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে চলে কথনছন্দের লালিত‍্য!যদি সকলে রেখে যান তাদের সৃজন,তবে আপনার সৃষ্টি শেষমেশ সকলকে করে তোলে সম্পৃক্ত!প্রাণিত হলেম🙏🙏

    উত্তরমুছুন