বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

দীপঙ্কর বাগচী


দীপঙ্কর বাগচী / দু'টি কবিতা

ছেলেবেলা








তোমার গায়ের গন্ধে ভেসে ওঠে

বালক বেলার কথা

রথের মেলায় দেখা

পাঁপড় বিক্রেতা_


কত রাত ঘুম ভেঙ্গে, ঘুমের ভিতর

জেগে উঠে...

খুঁজেছি সে মেয়েটির হাত


এ জীবনে কেন আর তার সাথে

হলো না সাক্ষাৎ...




 








বৃষ্টি

দিনের শেষ বৃষ্টি আজ শহর ময়

কাকের দল ডানায় জল ঝাড়ছে খুব

শীতের ঝড় আজব সব স্মৃতির গান

অনেকদিন তোমার মুখ নিরুদ্দেশ।


বাউল তার একতারায় সুরের রেশ

পথের ধার মাঠের কোন আলের পথ

যখন ট্রেন দূরান্তের সন্ধ্যা লোক

পেরোতে চায় ওই যে দূর নীল পাহাড়,,,


হিমের রাত আবছা মাঠ অন্ধকার

সকাল ঘোর রূপকথার হারায় শোক_

চোখের কোন গল্প চায় প্রাচীনকাল

অনেকদিন তোমার মুখ নিরুদ্দেশ।


***********************************************************************************************


দীপঙ্কর বাগচী  

জন্ম ২৩ অক্টোবর ১৯৬৮  নিজের কবিতাচর্চা সম্পর্কে দীপঙ্কর জানাচ্ছেন --
'কবিতা আমার অস্তিত্ব। একটা আলোকিত অন্ধকারের যাত্রায়
আমার এ জীবন utshargito, একে একধরনের অনুপস্থিতিও বলা যেতে পারে।'

                                                           কাব্যগ্রন্থ 
                            Saranga * জাদুকর * অন্ধফেরিওলা * জলতরঙ্গ *
                            মহাকাল ও ইশারা * ত্রহস্পর্শ * ছাতারপাখি একা 
                                                               প্রভৃতি

                            কবির বিশ্ব * আধুনিকতা পালাবদল কল্লোল যুগ * 
             দেখা * Modernity and Social Crisis in Bengali Poetry 1920--1950 *
                       এছাড়াও বহু ইংরেজি ও বাংলা প্রবন্ধ নানা journal এ
                                                  প্রকাশিত হয়েছে ও হচ্ছে।


1 টি মন্তব্য: