খুলে যায় সাজ
সাধন চৌধুরী
কোনো অনুর্বর ভালোবাসা পরাগ মাখার আগে
বীতরাগ ফিরে গেছে, শীতের
খেয়ালে ডানা/অন্য জলাভূমি
করেছে আশ্রয় । অপার সাঁতার
কীভাবে নিবিড় হয় প্রেম,
এ-কথার বীজ খুঁজে, বয়েছে সময়। ধ্বনিমূল সংসার মহারুদ্র
তেজে জেগে,
অহরহ
ঘন্টাধ্বনি আছি আছি বাজে।
সময়ের গর্ভে বাস, মহামৌনী সাজ, খুলে যায়
একে একে
ব্রহ্মযোনি ক্ষুব্ধ উপবাস গৈরিক বসন
নকল রুদ্রাক্ষ-মালা, নিগৃহীত ভাড়াটের মতো,
ঠাকুরের থানে কোনো, আপাদমস্তক বিল্বদল, চরণ-অমৃত পানে।
****************************************************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।




অসাধারণ কবিতা..... শুধু সমৃদ্ধ হলাম
উত্তরমুছুন