রবিবার, ১২ জুন, ২০২২

মালা ঘোষ মিত্র



মালা ঘোষ মিত্র / দু'টি কবিতা 


ব্যস্ত 


অল্প আলোয় ভোরের বাতাস

প্রাঞ্জল অক্ষরেরা ছুয়ে যায় জল, 

ভীষণ আকাল আজ চন্দ্রমল্লিকার

মোলায়েম ভাবে পাশে এসে দাঁড়ায়

তবুও বড়ো বিড়ম্বনা-----

কুয়াশা সরাতে ব্যস্ততা বাড়ে। 

কাঙ্ক্ষিত সূর্যতাপে কথাটা উঠে আসে। 

অপেক্ষাকৃত নিস্তব্ধ হয় পৃথিবী। 

ডুব দিতে হবে সমগ্রতায়

বোঝা যায় টুকরোগুলো জোড়া, 

দূকূল জুড়ে ঝিরঝির

চুপ নদীতে জলরঙের ছোঁয়া।। 








চিরহরিৎ 


পথচলা শুরু হলে আর

শেষ নেই, দৈর্ঘ্য আরো দীর্ঘ হয়, 

নিরন্তর চেষ্টা চলে, ভুল সব হিসাবে

আসে না; জমে থাকা জলে

অস্পষ্ট দেখা যায়, অন্তহীন  প্রকৃতিতে

চিরহরিৎ বৃক্ষেরা মাথা তুলে দাঁড়ায়, 

ভাঙনের কবল থেকে রক্ষা করে

গহীন জঙ্গল, উড়ে চলে একফালি মেঘ। 

সন্ধ্যা আজ জ্যোৎস্নাহীন। 

গুটাতে হচ্ছে নিজেকে, 

রঙের বিচ্যুতিতে চোখ ধাঁধিয়ে যায়

আলফা ধুয়ে যায়। 


************************************************************************



মালা ঘোষ মিত্র

 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন