রবিবার, ২৬ জুন, ২০২২

পাঠকের মতামত * স্বরবর্ণ * ৮


স্বরবর্ণ * আট সংখ্যাটি কেমন হল ? কী বলছেন সুধী পাঠকমন্ডলী ? এ বিষয়ে ব্লগে অনেকেই মতামত দিয়েছেন। আবার ব্লগে স্বচ্ছন্দ না হওয়ায়, অনেকে সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে মতামত জানিয়েছেন। ফোনেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। তাছাড়া, এ সংখ্যার কবি-লেখকেরা অনেকেই তাঁদের নিজস্ব ওয়ালে সংশ্লিষ্ট লেখাটি শেয়ার করেছেন। সেখানেও অনেকে মতামত দিয়েছেন। সুচিন্তিত মতামত দেওয়ার জন্য সকল পাঠককে জানাই আন্তরিক ধন্যবাদ।

পাঠকের মতামত শিরোধার্য করে আমরা ক্রমান্বয়ে সেগুলি প্রকাশ করব । আজ পাঠ প্রতিক্রিয়ার দ্বিতীয় পর্ব  -----

সুধাংশুরঞ্জন সাহা এ সংখ্যার সম্পাদকীয় পড়ে লিখছেন  একটি চমৎকার সম্পাদকীয়। কবিতা যেহেতু একটি শিল্প। শিল্পের সংজ্ঞা অনবরত বদলায়। কোনো সংজ্ঞাই সম্পূর্ণ নয়। কবিতার নির্মাণ কৌশল নতুন কাব্যভাষার জন্ম দেয়। কবিতা হয়ে ওঠে অনন্য এক শিল্প।

স্বপন নাগ ' প্রিয় কবি প্রিয় কবিতা * অরিত্র চ্যাটার্জী' সম্পর্কে লিখছেন  গানের শেষটা মনে পড়ছে না... এ কবিতার রেশও মুছে যাচ্ছে না, থেকেই যাচ্ছে। সুন্দর।

বৈশালী গাঙ্গুলী উদয় ভানু চক্রবর্তীর কবিতা পড়ে লিখেছেন   খুব সুন্দর গ্রীষ্মের খরতাপে অতিষ্ট জীবন, ধ্রুবতারা লেখা পড়লাম

সব্যসাচী মজুমদারের গ্রন্থ আলোচনা প্রসঙ্গে দেশিক হাজরা লিখছেন  প্রতিটি পাঠ-প্রতিক্রিয়া ভীষণ গবেষণামূলক বেশ ভালো লাগলো । এই ভাবেই এগিয়ে চলুক বাংলা কবিতা

ঋতুপর্ণা খাটুয়ার কবিতা সম্পর্কে শাশ্বতী সরকার লিখছেন   ঋতুপর্ণার কবিতা ওঁর মতনই, সহজ, স্বাভাবিক, সুন্দর

পঙ্কজ মান্নার কবিতা সম্পর্কে ডাঃ স্বপ্নদীপ রায় লিখেছেন  প্রথম কবিতাটি অনেকবার পড়েছি।পূর্বেই। আমার মনের খুব কাছের।দ্বিতীয়টিতে এক নিস্তব্ধ সমর্পণ আছে। অনুভূতিময় কবিমানসে এ যেন ভাবের নিরন্তর দ‍্যোতনা!কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম!

রাজীব দে রায় এর কবিতা পড়ে বিদিশা সরকার লিখছেন   অসাধারণ দুটি কবিতা। সমৃদ্ধ হলাম।

প্রদীপ ঘোষের কবিতা সম্পর্কে জবা ভট্টাচার্য  লিখছেন  দুটো কবিতাই অসামান্য। তিন বাঁও  মন টানলো।

গৌরীশঙ্কর দে-এর হাইকু পড়ে নাম জানাননি এমন একজন লিখছেন   কবি গৌরীশঙ্ককর দে-র কবিতার আমি মুগ্ধ পাঠক। তার ন'টি হাইকু মনের মধ্যে ন'টি দিগন্ত উন্মোচিত করলো যেন...।

পরান মণ্ডলের কবিতা সংক্রান্ত গদ্য সম্পর্কে শ্রীদাম কুমার লিখছেন  বেশ সমৃদ্ধ আলোচনা। শুভেচ্ছা নেবেন । 

চন্দ্রাণী গোস্বামীর কবিতা সম্পর্কে শরদিন্দু সাহা লিখেছেন  কল্পনাশক্তি বেশ ভালো, চিত্রকল্পগুলো ছুঁয়ে গেল। 

মৃন্ময় মাজীর কবিতার পড়ে বিদ্যুৎ পরামানিক লিখছেন  আগেও পড়েছি, আবারও পড়লাম । খুবই ভালো লাগা একটি উত্তর আধুনিক কবিতা । 

বিকাশ চন্দ-এর কবিতা সম্পর্কে মিন্টু চন্দ লিখছেন  খুব সুন্দর দুটো কবিতাই। 

শতদল মিত্রের গল্প পড়ে তন্ময় রায় লিখেছেন  আপনার গল্প " দুয়োভূমি"-র ভাষা এবং শঙ্কর চরিত্রটি অসাধারণ লেগেছে। 

দেবাংশু সরকার এর গল্প পড়ে শুভাশিস ঘোষ জানাচ্ছেন  বেশ ভালো লাগল। 

( আগামীদিন )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন