অজস্রবার মরেছিলাম আমি
দীপ্তিশিখা দাস
দাফনের আগেও গল্পে মেতেছিল লাশেরা ।
ছলছল করছিল
শান্ত নদীতে মৃত্যু ।
শক্ত করে ধরে রেখেছিলে
না বলা কথাদের।
তোমার চোখেই
অজস্রবার মরেছিলাম আমি ।
পূর্ণিমার মতো
জ্বলে ছিলাম ...... তারপর
আকাশটা ভেঙে পড়ল একেরপর এক
সব আলো নিভিয়ে ।
অনেক বেশি
পরিচিত ছিল যে
মিলিয়ে যেতে লাগল
সেই আঁধারের মধ্যে মুখটাও।
আমার হাতে বইছে দেখ
নীরব গল্পেরা এখনও......।
২
অভিযোগের মাঝখানে উড়ছে ধূলো বালি,
শেষ পর্যন্ত মরুভূমির দিকেই হেঁটে যেতে হবে ডানা ভেঙে।
সাদা রঙের মেঘ
যেন তারাদের ছুটি দিয়েছে কালো আকাশে উড়ে যেতে।
মেঘ থেকে মেঘে
ঘুরে বেড়াই আমি
লুটোপুটি খাই
জলীয় বাষ্পের ভেতরে।
কালো ধোঁয়া মেখে নিতে এত পথ ধরে চলি
কোন তাড়নায় ?
তা জানতে তোমাকেও ছুটতে হবে সেই ছায়ায়।
ছায়া অবলম্বনেই থামতে হবে আবার।
কোথাও প্রকাশ নেই
আলো নেই এক বিন্দু ।
শুধু এক ষড়যন্ত্রের সাথে কথা বলে চলেছি
হাঁটতে হাঁটতে........
তুমি বলতেই পারো , ভুল
তা সব ভুল তবুও !
ঘুরে আসবার
একটি নতুন শহর
খুঁজে দিও আমায় তবে
..... নির্জনে।
************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন