গোবিন্দ মোদক / দু'টি কবিতা
প্রেম আছে, জানি
কতো গান শোনা হয়নি
পড়া হয়নি কতো বই
কতো না বলা কথা
হয়ে ওঠেনি একান্ত মুহুর্ত
তবু একটা শ্রাবণ ফিসফিস কথা বলে
ঝরা পাতাদের উড়িয়ে দিয়ে
একটা বসন্ত জ্বেলে দেয় কৃষ্ণচূড়া আগুন।
জানি - সব কুঁড়ি ফোটে না ফুল হয়ে
তবু জোনাকি মন পাহারা দেয় অন্ধকার প্রান্তর
আর এঁকে যায় মোহমুদ্রা।
এসো, ফাগুনরাতের গান শুনি
আর একসঙ্গে পড়ি প্রথম বিরহের কবিতা।
রাত কথা
রাতের সঙ্গে রাতে-ই দেখা করবো বলে রাত খুঁজি,
রাত-মাদুরে পা ফেলে তাই রাতটা চলে যায় বুঝি !
রাতের আলো রাতের ছায়া সদ্য রাতের রাত মায়া,
রাত নিঃঝুম রাত-চোখে ঘুম রাত্রি কালো আবছায়া !
রাত প্রহরী রাত পাহারা কত্তো রাতের রাত-খেলা,
রাত জোনাকি রাত মলমল দুপুর রাতে-ই রাত-বেলা !
রাত সাবধান রাত কুহেলী রাত প্রদীপের মৃদু আলো,
রাত্রি-কালীন রাত-কথারা ভয় মুখোশে কালো-কালো !
রাত ছমছম রাতচরা-রা রাত্রিবেলায় পথ খোঁজে,
রাত নিভলে-ই রাতের গর্ভে ভয়েই বুঝি চোখ বোঁজে !
রাত-রহস্য রাত-পিপাসা রাত্রি-ই বুঝি রাত-কুঁড়ি,
রাতের জামা রাত-রাঙানো ভয়ে-ভয়েই দিই তুড়ি !
রাতের অঙ্ক যোগ-বিয়োগে গুন-ভাগেতে রাত-সেতু,
রাত নিঃঝুম, নেই চোখে ঘুম, ভয় লাগছে সেই হেতু !!
***************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি।


দ্বিতীয় তাল প্রধান কবিতাটিতে মনের ভিতর জলতরঙ্গ বেজে উঠল বুঝি।
উত্তরমুছুন