রবিবার, ১২ জুন, ২০২২

দেবার্ঘ সেন



দেবার্ঘ সেন / দু'টি কবিতা 


ভ্রামক


একটা দেখার ব্যাপার থেকে 

সম্ভ্রান্ত হলো কত আলো

কত নশ্বর প্রজাপতি। 


তোমাদের ভালো হোক বলায়

লুকিয়ে থাকা সমস্ত মিথ্যের

পলেস্তরা খসে পড়ে গেলো। 


প্রজাপতিরা উড়ে গেল

আলোকে আর ভোট দিল না বিদ্যুৎ। 


মানুষ, মানুষকে খাওয়ার 

নিভৃত অভিলাষে

মাটি হারালো শরীর। 


আমি পৃথিবীর বাইরে যাবো বলে

অস্বীকার করলাম

অভিকর্ষ সূত্র। 


সুষুম্না ধরে, অভিকর্ষ আমাকে

যেভাবে পিষে দিল 

তাকেই বোধহয় তোমরা চেয়েছিলে  

4G স্পিড বলে..









কৌশল


বড় হাতের A - এর আকৃতিবিদ্যা থেকে 

ক্লিপ এর যে কৌশলতত্ত্ব 

এবং অনুপ্রেরণায় থাকা একটি যে স্প্রিং 

তাদেরকে যতদূর নগ্ন করা যায় 

ততদূর গিয়ে বুঝতে পারলাম 


আবহাওয়ার বদলে ঋষি হয়ে যেতে পারে সব


***********************************************************************



দেবার্ঘ সেন

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা

২টি মন্তব্য:

  1. দেবার্ঘ কবি। দেবার্ঘ ছবি আঁকে। দেবার্ঘে আমি দিগন্ত থেকে ছুটে আসা রেলপথ ররাবর দুটো ট্রেনের ছুটে আসা দেখি। "কৌশল" কবিতাটির 'A', প্রথম 'ভ্রামক' কবিতাটির 4G থেকে উঠে এলো বলে ভ্রম হয়। আর এই ভ্রম থেকে প্রতিধ্বনিত হয় কলমের বর্ণমালায় গাঁথা প্রতিকবিতা।

    উত্তরমুছুন
  2. দেবার্ঘ্যর কবিতা আগামী কবিতার দশকগুলো শাসন করবে।

    উত্তরমুছুন