********************************************
স্বরবর্ণ
কবিতা কী, আবহমানকালের এক অমীমাংসিত প্রশ্ন। প্রখ্যাত কবি এবং ভুবনবিদিত সাহিত্য-সমালোচকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কবিতার সংজ্ঞা নিরূপণ করার চেষ্টা করেছেন। বোধ, অনুভূতি ও মেধাসঞ্জাত কবিতা-সম্পর্কিত সেই সংজ্ঞায়ন কাব্যমোদী পাঠককে অভিভূত করেছে নিঃসন্দেহে, তাঁদের ভাবনা-চিন্তায় তাঁরা জারিত হয়েছেন, স্পৃষ্ট হয়েছেন। কিন্তু তাহলেও, অন্তর্লীন স্রোতের মতো মনের অতলে কোথাও অতৃপ্তি থেকে গেছে। কাজেই সর্বজন গ্রাহ্য কবিতার কোনও সংজ্ঞা নিরূপিত হয়নি আজও। 'কবিতা' শব্দটির পূর্বে আধুনিক বা উত্তর আধুনিক বিশেষণ জুড়ে নিরন্তর কবিতার সংজ্ঞাকেই খুঁজে চলেছে প্রবহমান সময়।
প্রসঙ্গটা এল এই কারণে, স্বরবর্ণের প্রতিটি সংখ্যাতেই সিংহভাগ জুড়ে থাকে কবিতা, তা কি আদৌ কবিতা হয়ে ওঠে, কেউ কেউ এমন প্রশ্ন তোলেন। তাঁদের কাছে বিনীত জিজ্ঞাসা, কবিতা কি অঙ্কের ফর্মুলার মতো ছকে ফেলে বিচার করার মতো কোনও শিল্পকলা ? তা তো নয়।
কবিতা আসলে কী, সে-ই জিজ্ঞাসা থেকেই, এই সংখ্যায় থাকছে, তেমনই কয়েকটি রচনা, পাঠান্তে যার ভেতর থেকে খানিকটা হলেও বেরিয়ে আসবে এই সনাতন জিজ্ঞাসার উত্তর। 'পাঠ-প্রতিক্রিয়া' বিভাগে যেমন এ সময়ের তরুণ কবিদের কবিতাগ্রন্থ আলোচনা প্রসঙ্গে সেই উত্তরই যেন খোঁজার চেষ্টা করেছেন কবি সব্যসাচী মজুমদার। তেমনই 'পঙক্তিভাবনা' অভিনব এই বিষয়টি আলোচনা করতে গিয়েও একই উত্তর খুঁজছেন আলোচক পরান মণ্ডল।
একইভাবে পারমিতা ভৌমিক, কিংবা সুশান্ত চট্টোপাধ্যায়ের লেখাতেও ফুটে উঠেছে একই অন্বেষণ। 'অনুবাদ কবিতা' বিভাগে রুপায়ণ ঘোষ এবং সুধাংশুরঞ্জন সাহা-র কবিতার অনুবাদও সেই আলোর পথের পথের দিশারী।
খুব একটা অস্থির সময়ের মধ্য দিয়ে কালাতিপাত করছি আমরা।করোনার মারণ ছোবল থেকে রেহাই পেতে না-পেতেই পৃথিবীর অর্থনীতির টুটি চেপে ধরেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মাথাচাড়া দিচ্ছে ধর্মীয় অসহিষ্ণুতা, ভূলুণ্ঠিত মানবিক মূল্যবোধ। এ বড়ো সুখের সময় নয় , তবু আমরা স্বপ্ন দেখি আলোকোজ্বল এক নতুন পৃথিবীর ....

একটি চমৎকার সম্পাদকীয়। কবিতা যেহেতু একটি শিল্প। শিল্পের সংজ্ঞা অনবরত বদলায়। কোনো সংজ্ঞাই সম্পূর্ণ নয়। কবিতার নির্মাণ কৌশল নতুন কাব্যভাষার জন্ম দেয়। কবিতা হয়ে ওঠে অনন্য এক শিল্প।
উত্তরমুছুন