বিকাশ চন্দ / দু'টি কবিতা
কেঁপে ওঠে প্রাণের জোনাকি
অপরিচিত রাত ছিঁড়ে ফেলে বুক জন্ম অপরাধ
স্বভূমি দেখার অধিকার জানে রাজার দুলাল
আনন্দ অন্তরে সবেদন বাঁচে জন্ম পরিচয়
বিশ্বময় জেগে আছে চেনা আত্মীয় চোখের মায়া
দুর্বিষহ রাত ভাঙে প্রতিদিন শূন্যে ভাসে ছায়া
টেক্কা বিবি সাহেব গোলাম বাঁধে বন্দী কৌশলে
ইন্দ্রিয় রসনার টান চেনে বিঘিনির লোমশ বাসনা
সব বাঁধনের ফাঁস ছেঁড়ে হিরণ্য রঙের পুরুষের বুক
উদাসীন সময়ের রশি টেনে ধরেছে রাঙা পাড় শাড়ী
তখন চাঁদ ভেজা জলে জ্যোৎস্না স্নানে ব্যস্ত অরণ্য রমনী
চুপিসারে কামনার শঙ্কায় রক্ত বন্ধনে সজাগ রাজবাড়ী
হিসেব হীন সময়ে রহস্যময়ী ব্যস্ত অর্ঘ্য অর্চনায়
অচেনা সন্তান মুখে ভাসে মায়ের চুম্বন পিপাসা
রম্য গানে জাগে মগ্ন রূপ আয়ু কালে ধমনী স্পন্দন
আকালের কান্না থমকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরের সঙ্গীতে
সুবিনীত সাপেরা বদলেছে খোলস জানে নশ্বর বেলা
অঙ্গ রাগে জড়িয়েছে রতি রোষ নির্বাসনে অতীন্দ্রিয় কাল
আত্ম ঘরে প্রদীপ জ্বলে উঠলে কেঁপে ওঠে প্রাণের জোনাকি
শব্দ ভেজে শোণিত পরবে
ব্যথাহত প্রেম পরবাস জানে কোথাও পুনর্জন্ম কাল
গোধূলির অপেক্ষায় নিমগ্ন ভোরের সূর্য রেখা
নরম ধোঁয়াশায় আবহমানকালে ভেজে রক্তের কোলাজ
নিসর্গ কালে সুভদ্র সময় জানে ব্যাথাহত প্রেম পরবাস
বিপন্ন বিশ্বাস ছুঁয়ে যায় শ্বাস বিনীত অর্চনায়
সম্মিলিত পাখিদের স্বরে একাকার ভোরের গণসঙ্গীত
দীর্ঘ রাতের অগোচরে কে খোঁজে সমুদ্র উজান
তরঙ্গের তালে জাগে আনন্দ আমার শব্দ চুম্বনে
কোথায় কোন আগন্তুকের নম্রতায় সাম্যের উচ্চারণ
ফেলে আসা কথাদের সুরে গীতিকথা আঙ্গিক
শরীর জুড়ে আশ্চর্য প্রাণের মহড়া নিষেধ কালের স্বরে
শ্বাসে শিরায় ধমনিতে রক্ত করবীর নক্ষত্র ফোটে
অবাক প্রতিবাদে রক্তক্ষরণ শরীর আমার স্বপ্নময়
শোকাহত সময়ে পরস্পর বেঁধে জোড়াতালি শরিক
অধুনা সুখের সহবতে আমাদের ঠাঁই গণ ঠিকানায়
রূপশালী শরীরে জড়িয়ে যত প্রেম কথা অশ্রু চয়নে
ঝলসানো সময়ে অক্ষর পোড়ে শব্দ ভেজে শোণিত পরবে
***************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন