রবিবার, ১২ জুন, ২০২২

লিটন শব্দকর


লিটন শব্দকর / দু'টি কবিতা 


 পোকা


মানচিত্রের জলরঙে ভেজা মেরুন সুখপোকারা

থোকা থোকা পাণ্ডুলিপির পাপড়ি কামড়ে খেলে

জোর গলার গান বুজে স্বভাববিরোধী ফুল ফুটে।


এই বুঝি জলাঙ্গী কেউ অপেক্ষা ফুরোলে হতাশ,

ঝিঝিপোকার বাঁশপাতায় জেগে থাকাই অভ্যাস


শরীরী ভাষ্য রাত ভুলানো অবধি নিরেট নীলাভ

জানালাগুলোর কাঠে লাল সূর্যাস্তের আনাগোনা 

আলো খুঁটে খুঁটে তৈরি সুতোয় লজ্জাবস্ত্র বোনা।











গান

একটি কাঠরঙা দেওয়ালে দু'টি প্রকাণ্ডকায় দরজা,

একটি দিয়ে তুমি যাচ্ছ। একটি দিয়ে আসছি আমি,


বেহালার ছড়ে ছিলো অসুখ । অসুখে রাখা পরমায়ু

বৃষ্টিতে নেয়ে ফের মাখে ধুলো আলাপী একটি স্নায়ু।


এই ঘুরপথ আর কতো গান জড়িয়ে রয়েছে কাজে

উঠোনে একটি গাছ । গাছটির ভেতর সরোদ বাজে।


বেদনা বিকিয়ে সোনারং ভোর কিনে নিয়ে যায় ঘুম,

এস্রাজে আয়নার মতো ফুল ফুটে বারান্দা নিজ্ঝুম।


তোমার আমার সব কান্না শুষে নিয়ে জল ও প্লাবন, 

তবুও শুকনো থাকি বেশ উঠোনের ওপর আজীবন।


*****************************************************************************




 লিটন শব্দকর। 
ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপিসম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন