রবিবার, ১২ জুন, ২০২২

শর্মিষ্ঠা ঘোষ



শর্মিষ্ঠা ঘোষ / দু'টি কবিতা 


রাই ব্যাধি


রেখে আসি পিনকোড

মহাশূন্যের কালো জলে

     সেরেছি স্নান চাঁদের ঘরে 

                        কৃষ্ণগন্ধী তনু

শুনেছে নূপুরের ধ্বনি 

     ধ্বনিতে কম্পিত নাভী হতে

                  প্লাবিত কীর্তন ধুন


কেঁদে ওঠে মন, দ্বীপান্তর ঠোঁট 

                    ছুঁয়ে থাকে বাঁশী









সমাধি 

সমারোহ, সমীহের অধাতব সময়

পেরিয়ে দেখি

সাবেক ধারবাকী যত তখনও

ছিঃ


সেবাদাসী ছলে পদতলে রাখি শির

চোখের মেঘে ঋণ বেহাগে ঝরে


**********************************************************************



 শর্মিষ্ঠা ঘোষ

জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন