রবিবার, ১২ জুন, ২০২২

অমিত দে


অমিত দে / দু'টি কবিতা 


নিষ্কৃতি


রুপকথার পাখি 

নিখুঁত চিনে নেয় তোমার ঠিকানা 

কোনও বাঁধা নেই, 

সে এসে তোমার নিস্তেজ শরীর শুঁকে নেয়  


দিনদিন তুমি

ক্ষরণের দিকে এগিয়ে যাচ্ছ

মুক্তির পানরস রেখেছ শিয়রে। 

শুধুই দুঃস্বপ্নের কাছে

সিঁড়ি ভেঙে স্বাধীন হতে চাইছ, 

এমন পরনির্ভর আলোকের কাছে

তোমার কোনও প্রশ্ন নেই


পাখিটি তোমার বোবা হয়ে যাওয়া দেখে 

একটি করে পালক রেখে যায় ঘুমের ভেতর—  

দু’টি ডানা নিয়ে জেগে ওঠার জন্য... 









সামুদ্রিক

নিজ প্রতিধ্বনিতে হাজারো

            ঢেউতোলা সন্ধে

না-পড়া বইগুলো নীলচে ক্যানভাসে

                        ডানা ঝাপটায়

আগামী জ্যোৎস্নায় এমন অনুবাদে

ছোট হয়ে যাব আমি।

ছবিতে ঝুলতে থাকবে নিজস্ব বাতিঘর,

মেঘলা শালপাতা ইহজন্মের

ঘুড়িগুলিকে উড়িয়ে দেবে বহুদূর;

এক নৌকো ভর্তি রুপকথা

নৈশভোজে কাহিনি শোনাবে আমাদের—

গভীর জলে কীভাবে একা থাকতে থাকতে

বর্গাকার হয়ে যায় মাছের জীবন।

তীরের গল্প উভয়ে জানি— 

পায়ের কোলাহলে বৈরিতা 

                লুকিয়ে রেখেছি যারা ।  


****************************************************************



 অমিত দে

জন্ম—৩ জুলাই,১৯৮৬ জলপাইগুড়ির অদূরবর্তী জহুরী অফিস পাড়ায়। সেখানেই স্থায়ী বসবাস। পেশা—উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা । আত্মপ্রকাশ ২০০৯  সেই থেকে লেখালিখি --- দেশ, কবিতা আশ্রম,নতুন কবিসম্মেলন, কৃত্তিবাস মাসিক ইত্যাদি পত্রিকা ।উত্তরবঙ্গ সংবাদ, আজকাল, উত্তরের সারাদিন, একদিন, যুগশঙ্খ ইত্যাদি দৈনিক ও বিভিন্ন লিটিল ম্যাগাজিনে। প্রকাশিত কাব্যগ্রন্থ---- ‘নাম দিতে নেই’ [২০১৪]—এখন বাংলা কবিতার কাগজ * ‘মোজাইক শিল্প’ [২০১৮]—সৃষ্টিসুখ  *‘সর্বনাশ রেখেছি মুঠিতে’ [২০২১]- কবিতা আশ্রম * * সম্মান- চুনি কোটাল স্মৃতি সম্মান [২০১৭]  একালের কবিকন্ঠ যুব সন্মাননা [২০২০] সমর চক্রবর্তী স্মারক সম্মাননা [২০২১] 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন