নীলকমল / দু'টি কবিতা
১.
হাসি আর কান্না..
দুটি মাত্র ভাষা,
আছে আমার জানা ।
প্রথম সাজে হাসিমাখা শিশুটির ঠোঁটে,
দ্বিতীয় ভাসে কান্নামুখ প্রেমিকার চোখে ।
২.
ভালোবাসায় ..
ঘাড় থেকে মাথা
ফেলে দিতে পারি এক কথায় ।
বুকে আমি বহন
করতে পারি বেদনার পাহাড় ।
ঘাড়ের উপর একটি মাথা
বুকের ভেতর একটি হৃদয়
ভালোবাসার এই শেষ উৎসর্গ ।
ভালোবাসার কাঙাল তুমি,
কি দিয়ে কিনবে আমার মাথা;
কি দিয়ে কিনবে হৃদয় আমার ?
***************************************************************
নীল কমল
হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কবি নীল কমল সমান সাবলীল । দীর্ঘদিন কবিতা লিখছেন দুই ভাষাতেই ।তাঁর কবিতাতে যেমন উঠে আসে সমকালীন জীবনযন্ত্রণার ছবি তেমনি ভাষা পায় অন্তর্লীন মনের নানা সুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন