শর্বরী চৌধুরী / দু'টি কবিতা
শূন্য
বিপুলা পৃথিবী ডাক দেয় স্বতোৎসারিত ভাষায়
অপার শুদ্ধতায় ডানা মেলে দূর অরণ্য
নক্ষত্রের বিপথগামীতায় শূন্যতা ঘেরে চারিদিক থেকে। নিরক্ষীয় মন
প্রস্তুত যন্ত্রণা সহ্য করতে।
নিজস্ব দ্যুতিহীনতায় বিহ্বল অনুজ্জ্বল প্রকৃতি।
বৃষ্টি
বিচ্ছিন্ন দ্বীপে বসে এক স্বজন
মল্লার গাইছে সে
সুরের মায়া ঘিরে ধরেছে আমায়
বৃষ্টিস্নাত বিকেলে তিলে তিলে ধ্বংস হচ্ছি আমি।
উচ্চকিত বাসনার গহ্বর থেকে উঠে আসে নিরক্ত প্রেম।
যোজন যোজন দূরত্বে সৃষ্টি হচ্ছে নদীর অববাহিকা। বিস্তীর্ণ বালুতট
কোজাগরী পূর্ণিমার অপেক্ষায়।
************************************************************************
শর্বরী চৌধুরী
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপিকা। আজকাল, কবি সম্মেলন, অনুষ্টুপ, আদম প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশিত। তিনটি গল্পের বই, একটি প্রবন্ধের বই ও তিনটি কবিতার বই--- মায়াঘর-প্রকাশক ধানসিড়ি, মখমলের ইস্তেহার -প্রকাশক পাঠক, অন্ধের সাইকেল ভ্রমণ -প্রকাশক আদম।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন