গৌতম পাত্র / দু'টি কবিতা
উলম্বরেখা
ঝুলন্ত সেতুর দু'পারে ঝুলে থাকা
উলম্বরেখায় ব্যতিহার বহুব্রীহি
খুজে নিচ্ছে নিজস্ব অমল ভালোবাসা ।
পাতা খসার নিঃশব্দ রুদ্ধতায়
দীর্ঘশ্বাস ক্রমশ চুইয়ে পড়ছে রক্তে ।
তবু আলো ও অন্ধকারের ছোঁয়াছুঁয়ি খেলায়
বন্ধুত্বের সুতোয় টান দেয় দ্বন্দ্ব সমাস,
আমি আমরা তখন পৌছে যাই
উলম্ব রেখার পাশে। এবং তাকিয়ে থাকি
দিকভ্রান্ত দিগন্ত রেখার আবছা
ছায়াছবিতে।
মৃত্যুপর্ব ২
আমার পরীর ভালোবাসা কুরে খাচ্ছে কাক
তাই বলি বাপন ওকে স্বপ্নে ঢেকে রাখ
আমার পরীর দু'গালে দুই টোল
শকুন ছিড়ে খাচ্ছে চোখের কাজল
আমার পরীর নরম তুলোর অহঙ্কার
অন্যের কাছে নাকি শরীরী বিকার
আমার পরী এসো না আর এখানে
কারণ মৃত্যু রয়েছে তোমার শরীরী নির্মাণে।
***********************************************************************
গৌতম পাত্র
বালিসাই পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। জন্ম : ২ জানুয়ারি ১৯৬৫ । বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। দুটি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। আত্মহত্যার শেষ সময় (২০০৬) এবং দৃশ্যপট ( ২০১৬) এছাড়া ' শব্দরেণু ' নামে একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন