রবিবার, ১২ জুন, ২০২২

মৃন্ময় মাজী



মৃন্ময় মাজী / দু'টি কবিতা

 

জোয়ারের নোনা জল


সমুদ্রের কাছে এলে

জল ছবি হয়ে যাও জানি


ততটা আপন কোনোদিন

ছিল না বলেই, লাইট হাউস দেখে 

               আসা আর হলনা এবার


সাতটি বিকেল কেটে গেল...


এভাবে কখনো জোয়ারের নোনা জল

চার তলা রুমে

                      ছিটকে আসেনি আগে!


আমি লিফটে উঠে রুম পালটে

থেকে গেছি বহুবার...









ভেজা বালি কত কিছু ঢাকে


চটি খুলে সমুদ্রের

কাছে যাই, বালি বালি পথের উপরে

তুমি তো উত্তাল জানি

অথবা শান্তির দূত


ভেজা বালি কত কিছু ঢাকে


খালি পায়ে কাঁকড়ারা এসে ফিরে গেলে

ফিরিয়ে দিওনা ক্লান্ত দিন...


****************************************************************************



মৃন্ময় মাজী

জন্ম ৮ এপ্রিল ১৯৯০ 
 সুন্দরাবাঁধ ( রঘুনাথপুর ২ নং ব্লক) ,পুরুলিয়া থেকে লিখছেন। 
  পিতা সুভাষ চন্দ্র মাজী, মাতা পার্ব্বতী মাজী। ২০২০ সাল থেকে মূলত লেখালেখি শুরু,
 পাশাপাশি সেই বছর থেকেই  শিল্পজগৎ ওয়েব ম্যাগাজিন-এর সম্পাদনা,যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন