রবিবার, ১২ জুন, ২০২২

খগেশ্বর দাস

 


খগেশ্বর দাস / দুটি কবিতা 

 

বৃষ্টি জানে নদীর রণন


আবেগে ভরেছে নদী বৃষ্টির জলীয় কথামালা

শুনেছে স্রোতের অনর্গল কম্পমান

নুড়ির অতল থেকে ভেসে ওঠা নিরত বুদবুদ

বাতাসের মৃদু ভাষ্যে আরো কিছু বিমূর্ত কথন। 


নদীর কল্লোলে মিশেছে কালের কোলাহল

বৃষ্টিও জেনেছে উপরি ভাষ্য প্রেমের মৃদু গুঞ্জন

বহু বেদনার জল বয়ে বয়ে জলস্রোত

জীবনের প্রতি পল অনুপল রণনে রণনে নিরন্তর বাজে। 


 


                       






রোদের অসুখ 

                                            

অভিমান বিকেলের ছায়ার মতন 

দুপুর রোদের ম্রিয়মান এক ধরনের অজানা অসুখ 

দুরারোগ্য রোগের জীবাণু সংক্রমণ

স্বাস্থ্যহানি হলে পথ্য জিওল মাছের পাতলা ঝোল

অন্ধকারে বিশল্যকরণী মেঘমুক্ত আকাশের আলো। 


প্রতিদিন মধ্যে দুপুরে ছায়ার কালো

আঁধারে লুকোলো আলোর মগ্নতা

আমাদের স্বপ্নগুলো অভিশপ্ত মেঘের আড়ালে

জীবন যাপনে ভারী লবণাক্ত জল 

দু'বেলা আঁধার মাপে ছায়াময রোদের অসুখ । 



**************************************************************



খগেশ্বর দাস

জন্ম -১৯৫৬ শিক্ষা- এম. এস. সি. , পি. এইচডি. পেশা - অবসরপ্রাপ্ত অধ্যাপক কাব্যগ্রন্থ - ১. নিজস্ব পালক  ১৯৯৭ বইমেলা ২. স্নানঘরে নিম ফুলের গন্ধ ২০০৭ বইমেলা ৩. জ্যোৎস্না জরিপ ২০১০ বইমেলা ৪. হৃদয়ে অনন্ত নীল ডানা ২০২১ জানুয়ারি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন