রবিবার, ১২ জুন, ২০২২

রাজীব দে রায়



রাজীব দে রায় / দু'টি কবিতা 


১)


সব কোলাহল থেমে গেলে টের পাই

ঠিক কতটা দূরত্ব অতিক্রম করলে

ক্রমশ একটি মানুষ 

শালগ্রামশিলার মত জড়দ্গব হয়ে যায় 


বিক্ষুব্ধ স্রোতের সাথে

দূরগামী জাহাজের মত করে

চাপানউতোর মিটিয়ে নিতে নিতে

অবসন্ন বেলা বয়ে যায় নিরন্তর 


ততক্ষণে বিকেলের খসখসে রঙ 

নোয়ানো নারকেল পাতার উপর

কেশ-উন্মুক্ত নারীর মত

প্রগলভ - এলিয়ে পড়ে । 









২ 

অভিব্যক্তিহীন মুখগুলোকে

অপলক দেখতে থাকি


সেইসব মুখ

যেখানে ঘটনা-পরম্পরা

মাকড়সার জালের মত বিছানো নেই একটিও পতঙ্গ উড়ে এসে 

ডানা গুটিয়ে দুদন্ড বসেনি সেখানে


এইসব অনাবিল মুখ সততই 

চিন্তা করবার উপাদান 

না পেয়ে পেয়ে

ব্যবহৃত না হয়ে হয়ে 

ভাবলেশহীন প্রসাধনভূমি হয়ে গেছে ।


******************************************************************************



রাজীব দে রায়

ডুয়ার্সের আলিপুরদুয়ারে জন্ম এবং বেড়ে ওঠা। শিক্ষাগত যোগ্যতা- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে M.A. পেশা- উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা। একাধিক লিটল ম্যাগাজিন,পত্র-পত্রিকা এবং বিভিন্ন ব্লগজিনে কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে। বর্তমানে জলপাইগুড়ি শহরের স্থায়ী বাসিন্দা।


৭টি মন্তব্য: