রবিবার, ১২ জুন, ২০২২

প্রদীপ ঘোষ



প্রদীপ ঘোষ / দু'টি কবিতা 


তিন বাঁও


ইশশশ্ নওল বাতাসি পাখির এতোলবেতোল

উড়ানে রোদ্দুরের মনডাও বাউলান

যেন রসিক নাগর ডাগর। আমারে ও

উড়িউড়ি বাউল কইরে দ্যাও ভগবান।


পেয়ারা পাতায় পেয়ারা গন্ধ, আমে আম,

জাম পাতায় ছবি আঁকা, ম্যায়ফিলে জাম

প্যায়মানা ভরা, উইছলে পড়ে সুরা,

গহরজানের কসম ; না দোয়া না সাকি,

ফজিহতে সাদা পাতায় তাকায়ে দেখি,


একি ! নিঠুর বোষ্টমী ..তোমার নাম !


জীবন রেএএএএএ....

ভাঙ্গা হাল ছেঁড়া পাল

তাও উজান বাওয়ার গান গাই

হায় ! পুণ্ডরীকাক্ষ -

শঙ্খ চক্র গদা পদ্মে জানু পাইতে বইসে আছি

না পরিত্রাণ,

            তিন বাঁও ও মিলে নাই।









অধরা মাধুরী


বৃষ্টি ধোয়া সব রাস্তা-ই ধুলোবালির কাফন

বারংবার 'আশার ছলনে ভুলি', ক্ষণিকে পাতন,

পাতাতোয়া জলের ফোঁটার মতো টুপ্ টাপ্

                    ঝরে পড়ে আহা রে প্রফুল্ল জীবন !


অপেক্ষা, অপেক্ষায় পুঞ্জীভূত অভিমান তবু অনায়াস

এড়িয়েছি চোখে চোখে নাগরিক, সহমর্মী-বিদ্রূপ

                                              কিন্তু মুকুরে'র উপহাস ?

জানতাম যা,

ভুল বোধহয়

নদীর যখন চানের ইচ্ছে,

             তখনই বৃষ্টি হয়।


সিঁদুর আলতা নোয়া বালুচরি-শাড়ি কুমকুম চন্দন ;

গোড়ের মালা আর কিছু হুটোপুটি রেখে গেলে।

বিমলা আঙুল ঠোঁটে, চোখের ইশারায় মেদুর

কোমলগান্ধার অধরা সানাইয়ের সুর।

অভিজ্ঞান বলতে ;

চিত্রলেখায় পায়ে পায়ে এঁকে গেলে ধানের ছড়া 

                                            শীতলপাটির বুনোটে।


এই যে ফি বছর আউলাঝাউলা ঝরা পাতার পরে

ছুঁয়ে যাওয়া মন !

বসন্ত সমাগমে কুহু কি -

                              অনৃত সম্ভাষণ ?


*************************************************************************



প্রদীপ ঘোষ

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা, কলকাতা নিবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন