রবিবার, ১২ জুন, ২০২২

কবিতাগুচ্ছ * চিরন্তন জানা



কবিতাগুচ্ছ * চিরন্তন জানা 


জল


এই ভ্যাপসা গরমে কার জন্য

তুমি বসে আছ খেয়াঘাট?

তার মন বুঝেছ তুমি?

ঝাউবনে তার শীৎকার শুনেছি অনেক আগে—

জানু প্রসারিত করে কেন এই অপেক্ষা

এসো আকাঙ্ক্ষাপ্রার্থী জল,

একটু একটু করে ক্ষয়ে যাক পদতল—


উপবাস


এক মরণে কি শান্ত থাকবে ভালবেসে?

ও মেঘ— তুমি বুঝি নির্জলা উপবাস 

ভঙ্গ করোনি কোনোদিন ওকে দেখে? 

তবু এই বৃষ্টিতে— সলিলসমারোহে—

দেখো ওর সিক্ত ঠোঁট থেকে একবারও 

বেরল না কৃতজ্ঞতাস্বর। 











চোরকাঁটা 


মেঠো পথ, সোজা চলো। লক্ষ্য স্থির। 

কার জন্য বেঁকে যাও পশ্চিমে?  

যে সন্ধ্যা সমর্পণ করেছে নিজেকে

একটি কমলালেবুর সুঠাম শরীরের কাছে

সেখানে যাও। আর একটি আকাশ

জন্মেছে আকাশের ওপারে—

কিছু চোরকাঁটা লেগে আছে শাড়ির পাড়ে। 


জীবন


জীবন ঢেকে গেল ডুমুরের ফুলে

যৌবন, ভেসে গেলে গঙ্গার জলে!—

আমি কার জন্য বেঁচে আছি ঈশ্বর?

ও-জল আমার পক্ষে কি ছেটানো সম্ভব?


ক্লান্তি


ট্রেনের জানালায় মুখ রেখে বসি 

ক্লান্তির সন্ততিরা চলেছে জোট বেঁধে—

ললাটলিখনের উপর জন্মেছে ঘাম 

লেখাগুলি কি ভিজে গেল? 

দরজা থেকে ঝুলে পড়া ক্লান্তিরা 

চলেছে পরিবারের কাছে—


************************************************************************



চিরন্তন জানা

জন্ম ১৯৯৮ খ্রীষ্টাব্দের ১৯শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার জগন্নাথপুর গ্রামে। বর্তমানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। লেখালেখির শুরু কলেজে যাওয়ার পর থেকে। মূলত কবিতা লিখতেই বেশি ভালবাসেন। সম্প্রতি ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে প্রথম কাব্যগ্রন্থ “সূর্যশিশিরে থাকলে আমাতে থেকো না” প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা ছাপা হয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন