অলক জানা / দু'টি কবিতা
কর্মধারয়
দরজায় ঝুলানো তালা,
অবিকল একটি মৃত্যুর স্থিরতা নিয়ে
মুখর বাড়িটি কেমন শুনশান,
বুকের ভেতর পুষে রাখা
রোদন চিহ্নের পাশে তোমার মুখ,
আমার সঙ্গেই পেরিয়ে যাচ্ছে
ছায়া-অস্থির দগ্ধ দিনের পলাশ। ঘরের নিঃসঙ্গতার মতো
আমার ভেতর বেড়ে যায় অচল নাব্যতা
তালা ও মৃত্যু উভয়ই পাহারা দেয়
কোলাহলহীন অতল শোক----
পরাবাস্তব
আসলে শরীর এক উৎকৃষ্ট যাদুঘর,
অনিবার্য কিছু স্পর্শের শস্যদানা আরকের মতো
নিস্পৃহ তাকিয়ে থাকে, সময় পাতাবাহার
হুড়মুড়িয়ে ঢুকে সবিশেষ ধোয়ামোছা করলেও
অন্তর্গত প্রকোষ্ঠে প্রত্ন পরিচয়,
এখানে বার বার হেরে গেছে দুষ্ট স্বীকারোক্তি।
উতল ল্যান্সের মতো মসৃণ রোদ ভিজে যায় ঘামে,
নিজেকে নিয়েই যত ভয় পীড়ন দ্রোহ----
এতোকিছু উলটপালট বিকার বিভ্রাটের পরও
ঠোঁটগ্রাফে এখনো লেগে
আর একটি ঠোঁটের জীবাশ্ম !
**********************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন