সোমবার, ১৩ জুন, ২০২২

অণুগল্প * সুব্রত ভৌমিক

 


ণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি ,সুব্রত ভৌমিক-এর কলমে -----


নদী 

সুব্রত ভৌমিক 


কী নেই তার আজ! তিনতলা বাড়ি, দামি স্করপিও, কাঁড়ি কাঁড়ি টাকা, শহর জোড়া নাম। এজন‍্য পথটা অবশ‍্য বিশুদ্ধ ছিল না। কিন্তু তাতে কী। এখন সে নামী, প্রতিষ্ঠিত। অনিমেষ স‍ান‍্যাল বললে এক ডাকে সারা শহর চেনে। তবু এমন জীবনটার ফাঁকে অনিমেষ হঠাৎ সুখটা থেকে পালিয়ে গেল, হারিয়ে গেল। 

     কোথায়? কেউ জানে না। 

     গাড়ি বহুদূর একটা টালির বাড়ির সামনে এসে দাঁড়াল।

     এটা তাদের বাড়ি। পদচিহ্নের মতো ফেলে যাওয়া। কেউ থাকে না এখন। অনিমেষ গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকল। এদিক-ওদিক ঘুরে বেড়াতে লাগল। অপলক তাকিয়ে থাকল এক-একটা জিনিসের দিকে। অমনি একটা কুয়োতলা ফিসফিসিয়ে উঠল, 'এই?'

     চমকে উঠল সে। সিরসিরিয়ে উঠে তার কাছে গেল। গায়ে হাত বুলাল। পাশ থেকে অমনি আর-একটা বকুলগাছ নড়ে উঠে বলল, 'আমায় বুঝি ভুলে গেছ?' এভাবে আরও একটা পেয়ারার ডাল, গাদি খেলার উঠোন, ছায়া পড়া সিঁড়ি, পুবদিকের এক ধূম্র পাহাড়।

     সবাই একবার তাকে কাছে ডাকে। দেখতে চায়। কিন্তু দেখার পরই বলে উঠল, 'এ-মা! এ কে! এ-ই কি সেই সিঁড়ির ছাদে বসে একা একা বই পড়ত! নারকেল গাছের মাথায় উঠে অবাক হয়ে পৃথিবী দেখত!' বলেই একটা পরস্পর মুখ চাওয়া-চাওয়ি, বিস্ময়। তারপর একটু-একটু চাপা হাসি। হাসিটা শিমুল তুলোর মতো ফাটতে থাকে। ছড়াতে থাকে। ছড়াতে ছড়াতে হঠাৎ বাড়িময় একটা উচ্চ হাস্যরোল! 

     অনিমেষ ঘাবড়ে গেল। কেঁপে উঠল। দু'হাতে কান চেপে হঠাৎ ছুটতে লাগল। ছুটতে ছুটতে চটার গেটটা পেরিয়ে পাশের একটা নদীর পারে এসে হাঁপাতে লাগল।

   

নদীটি এখনও আগের মতো। কাছে গেলে মোহনার গল্প শোনায়। হাত নেড়ে ডাকল। ঘাটে বসাল। দু'পায়ের পাতা কুলকুল শব্দে ভিজিয়ে দিল। তারপর স্মিতহাস‍্যে বলল, 'জানতাম তুমি ফিরবে।'






************************************************************************



সুব্রত ভৌমিক 

জন্ম ১৯ নভেম্বর ১৯৬৫, বনগাঁয়। সঙ্গীতপ্রিয় ও পেশায় শিক্ষক সুব্রত ভৌমিক-এর আপাতত দুটি গল্পগ্রন্থ। 'পর্ণা আজ বেরোবে' (একুশ শতক) এবং 'অন্তর ছিপে ওঠে না' (উবুদশ)। সদ‍্য প্রকাশিত একটি অণুগল্পের বই 'অণুগল্প সংগ্রহ' (অভিযান পাবলিশার্স)। পুরস্কার পেয়েছেন 'কবি বিশ্বনাথ মৈত্র পুরস্কার', উদ্ভাস, ই-হিউম‍্যান, বহুস্বর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন