সুজয় যশ / দু'টি কবিতা
ঘর্মাক্ত যখন
রোজ ঘামতে থাকে মানুষটা ।
পাঁচ ফুট হাইট । চ্যাপ্টা নাক ।
ষাট কেজি ওজনের বস্তা নেয় ঘাড়ে ।
মানুষটা ঘামতে থাকে এক নাগাড়ে ....
দিনের শেষে কাচি খেয়ে বাড়ি ফেরে ।
এখন ওটা না খেলে ,
শত গুণ ভারী সংসারের ওজন টা
এই ক্লান্তি ভাঙা কাঁধ তুলবে কি ভাবে ?
মানুষটা এখনো ঘামছে ।
ঘামতে ঘামতে এগিয়ে যাচ্ছে
কর্তব্যের গুদাম ঘরে ।
এ ঘরে কোনো জানলা নেই ।
বাতাস নেই । ভ্যাপসা গরম শুধু ।
মানুষটা এভাবেই রোজ ঘামতে ঘামতে
হাসি মুখে ঢুকে পড়ে রাতের আঁধারে ।
কে যেন ছুটে আসে । গামছা এগিয়ে দেয় ।
মানুষটা ঘাম ভুলে হেসে ওঠে শিশুর মতো ।
তুমি এবং ভালোবাসা
তোমার ভালোবাসা ঠিক সন্ধ্যা তারার মতো
জ্বলজ্বল করে রোজ ।
রোজ রোজ একইভাবে কৃষ্ণচূড়ার মতো
লজ্জায় লাল হয়ে ।
তোমার ভালোবাসা ঠিক এক তারার মতো
আকুল ব্যাকুল সুরে ।
রোজ রোজ একইভাবে বাউল গানের মতো
এক তারে রয়ে ।
তোমার ভালোবাসা ঠিক আমার মতো
একরোখা জেদী ।
রোজ রোজ অনুভবে সহস্র চুমুর মতো
রোদ জল সয়ে ।
*******************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন