রবিবার, ১২ জুন, ২০২২

সুজয় যশ



সুজয় যশ / দু'টি কবিতা 


ঘর্মাক্ত যখন


রোজ ঘামতে থাকে মানুষটা ।

পাঁচ ফুট হাইট । চ্যাপ্টা নাক ।

ষাট কেজি ওজনের বস্তা নেয় ঘাড়ে ।

মানুষটা ঘামতে থাকে এক নাগাড়ে ....

দিনের শেষে কাচি খেয়ে বাড়ি ফেরে ।

এখন ওটা না খেলে ,

শত গুণ ভারী সংসারের ওজন টা

এই ক্লান্তি ভাঙা কাঁধ তুলবে কি ভাবে ?


মানুষটা এখনো ঘামছে ।

ঘামতে ঘামতে এগিয়ে যাচ্ছে 

কর্তব্যের গুদাম ঘরে ।

এ ঘরে কোনো জানলা নেই ।

বাতাস নেই । ভ্যাপসা গরম শুধু ।


মানুষটা এভাবেই রোজ ঘামতে ঘামতে

হাসি মুখে ঢুকে পড়ে রাতের আঁধারে ।

কে যেন ছুটে আসে । গামছা এগিয়ে দেয় ।

মানুষটা ঘাম ভুলে হেসে ওঠে শিশুর মতো ।








তুমি এবং ভালোবাসা 


তোমার ভালোবাসা ঠিক সন্ধ্যা তারার মতো 

জ্বলজ্বল করে রোজ ।

রোজ রোজ একইভাবে কৃষ্ণচূড়ার মতো

লজ্জায় লাল হয়ে ।

তোমার ভালোবাসা ঠিক এক তারার মতো 

আকুল ব্যাকুল সুরে ।

রোজ রোজ একইভাবে বাউল গানের মতো 

এক তারে রয়ে ।

তোমার ভালোবাসা ঠিক আমার মতো 

একরোখা জেদী ।

রোজ রোজ অনুভবে সহস্র চুমুর মতো

রোদ জল সয়ে ।


*******************************************************************************



সুজয় যশ 

জন্ম  ২৬ ডিসেম্বর ,১৯৮২ 
বর্ধমানের  হৈড়গ্রামে । একটি বেসরকারি সংস্থায় কর্মরত ।
ছোটবেলায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে প্রাণীত হন । কৃত্তিবাস , গির্বান , তারারা , লাবণ্য, নীলদর্পণ, মধ্যবর্তী ইত্যাদি লিটল ম্যাগাজিন ছাড়াও স্বরবর্ণ , ছায়াবৃত্ত  অনলাইন ওয়েবজিনে লিখেছেন ।মাঝে কর্ম জীবনের ব্যস্ততার জন্য সাহিত্যচর্চা বন্ধ ছিলো । আবার কবিতা লেখার অনুপ্রেরণা নতুন করে ফিরে পান স্ত্রী এবংপুত্রের কাছে ।
'সাহিত্যের কাছে আজীবন ঋণ থেকে যাবে এত সুন্দর করে জীবনকে চিনতে শেখার সুযোগ দেওয়ার  জন্য '---জানাচ্ছেন সুজয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন