এই বিভাগে আমরা এমন দু-একটি কবিতা পড়ব , যে কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টি করে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সবসময় বিখ্যাতই হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | স্বরবর্ণ / ৮ সংখ্যায় 'প্রিয় কবি প্রিয় কবিতা ' বিভাগের কবি হলেন তরুণ কবি অরিত্র চ্যাটার্জী
বিকেলের গান
মনে কর একটা গান,
অথবা বিকেল জুড়ে একটা ফ্রেম
তার ভেতর কেবলই বৃষ্টি পড়ছে
খুব ধব্ধবে একটা টেবিল পাতা
অবিন্যস্ত কয়েকটি চেয়ার,
ওরা উঠে গেছে একটু আগেই
ফেলে রাখা গোলাপগুলো
ঈষৎ কেঁপে উঠছে, বৃষ্টির তোড়ে
ভেজা সামিয়ানা, শহরতলি পেরিয়ে
মনে কর ওরা চলে যাচ্ছে,
মনে কর, এমন একটা গান
যার শেষটা তোমার আজ
আর মনে পড়ছে না কিছুতেই…
*************************************************************************



গানের শেষটা মনে পড়ছে না... এ কবিতার রেশও মুছে যাচ্ছে না, থেকেই যাচ্ছে। সুন্দর।
উত্তরমুছুন