রবিবার, ১২ জুন, ২০২২

ঈশিতা পাল

 


ঈশিতা পাল / দু'টি কবিতা 


কালো নয়,শুধুই আলো


সূর্য উঠেছে দেখো,অন্ধকার নিশার ওপারে-

একদিন অন্ধকার পেরিয়ে রানারও পৌঁছেছিল গন্তব্যে,

সবার সুখ-দুঃখের বোঝা বয়ে নিয়ে।

শিশুর হাসিমুখে মায়ের কান্না মুছে যায়,

একদিন এভাবেই সব কালো মুছে যাবে,দেখো।

পিঁপড়ে তার কাজ করে চলে দিনরাত,প্রতিদিন

কোন দুঃখ-যন্ত্রণা তাকে থামিয়ে দেয়না-

আমরাও একদিন ভেসে যাব,চোখের জলে।

তাই পাড়ি দাও জীবন সাগরে,

শক্তহাতে হালখানি ধরো-

এভাবেই একদিন সব আঁধার ঘুচে যাবে,

তখন শুধুই সূর্য উঠবে,দেখো।



জাগে বসন্ত


ভালবাসা ভালবেসে রাখি তাকে যতনে,

নিশিদিন লাগে নেশা শয়নে স্বপনে।

কি মধুর জ্বালা ধরে শরীরে মনেতে,

বসন্ত বাতাসে দোলা লাগে ফুল-পাতাতে।

ওরে তোরা খুলে দে রে মনের আগল,

পলাশ শিমূলে মনে বাজে যে মাদল।



আবিরে রঙেতে রাঙা ফাগুন বাতাস,

কুহুগানে মাতাল আজ মনের আকাশ।

পথে পথে হাতছানি ঐ কৃষ্ণচুড়ার,

দখিনা হাওয়াতে মাতে নদীটির পাড়।

জাগে বসন্ত আজ ফাগুনেরও দিনে,

নবপল্লব শোভা দেখি মল্লিকাবনে।


**************************************************************************



ঈশিতা পাল

জন্ম পশ্চিমবঙ্গের হুগলী জেলায়। দীর্ঘ ১০ বছর ব্যাঙ্গালুরু নিবাসী। বিভিন্ন ধরনের পড়ার নেশা ছোট থেকেই। লেখালেখি করছেন বছর দুই হল। বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায়   ঈশিতার লেখা কবিতা ও গল্প প্রকাশ পেয়েছে। সাহিত্যজগতে একেবারেই নবীন। তবে ভবিষ্যতে নিজের কবিতা ও গল্পের বই প্রকাশের স্বপ্ন দেখেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন