রবিবার, ১২ জুন, ২০২২

অতনু ভট্টাচার্য



অতনু ভট্টাচার্য / দু'টি কবিতা 


আততি  


অভিনয় আচ্ছাদিত সময়কে দেখে দেখে চোখ পচে গেলো

মানুষকে কিছুতেই মানুষের বন্ধু ভাবা যাচ্ছে না যে !

সে কারোর বন্ধু নয়—

প্রাণীজগতের নয়, বস্তুপৃথিবীর নয়,

তারপরেও আশার ছলনা আমাদের বেঁধে রাখে

আমাদের ঠেলে দেয়— গুলিয়ে ঘুলিয়ে দেয়া

                                         উত্তর সত্যের দিকে !

আমাদের ছুঁড়ে দেয় ভার্চুয়াল রিয়ালিটির বিশাল হা মুখে


এখন তো রাশিয়া ও ইউক্রেন, ন্যাটো মিলে পরমাণু ধমকি দিচ্ছে

প্রতিদিন।

                 দুনিয়ার মিডিয়া মজা মারছে—


অনেকটা নেমে এসে, এই বঙ্গে, কবিতার দিকে চেয়ে দেখি—

ক্ষমতা কি কখনো, সুবোধ হয় ? ক্ষমতার যত জয়— 

কবিতার জয় নয় ।









তোমাকে বলছি 


আজন্ম শাসিত বিশ্বাসের সঙ্গে লড়তে ভয় পাও যদি তখন নিজেকে

ব’লো— বড় শক্ত কাজ, বড়ই সুন্দর ! আর বলো— জীবনচর্যা দ্বন্দ্বময়,

গতির ভেতর যে বিরোধাভাস তাই হল উপপাদ্য জীবনের, কবিতার ।


আকাট জীবন কাটিও না তুমি, অসাড় জীবন কাটিও না

তাপ আর দ্রোহ থেকে মুখ ঘুরিয়ে নিও না

জীবনরঙের ফুল তুমি ফোটাতেই পারো—

অতিচেনা বিষয়কে তুমি কিন্তু অভিনব করে দিতে পারো !


জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি, অনুভূতি, কল্পনাকে সঙ্গে নিয়ে, 

              জেদকে উসকে দিয়ে— তুমি, 

                 উলটে দাও... পালটে দাও…


*************************************************************************




অতনু ভট্টাচার্য

জন্ম  ১৯৭৪ সাল , কলকাতা প্রকাশিত কাব্যগন্থ ১০টি  প্রকাশিত ছড়ার বই ১ টি । প্রকাশের অপেক্ষায়—প্রবন্ধ সংগ্রহ  সম্পাদনা – দীপক রায় ও এগারো  জন  অনির্বাণ ধরিত্রীপুত্র সংখ্যা ( কাজ চলছে ) টানাগদ্যের কবিতা সংকলন ( কাজ চলছে )  সাহিত্য পত্রিকা সম্পাদনা—কুবোপাখি সাহিত্য পত্রিকা  কুবোপাখি প্রকাশন-এর কর্ণধার । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন