উদয় ভানু চক্রবর্তী / দু'টি কবিতা
এক গ্রীষ্মকালে
এবারের গ্রীষ্মকালটা যে কিভাবে কাটালাম,
চারপাশে তোমার চুলের মত ছড়িয়ে থাকা চাপ চাপ অন্ধকার,
স্বপ্নের ভেতর দিয়ে একটি দুটি কাকের উড়ে আসা,
আমরা এক গ্রীষ্মকাল থেকে আরেক গ্রীষ্মকালের দিকে ছুটলাম
কী অমোঘ আকর্ষনে, আবরনহীন মৃতের দৃশ্য ফেলে রেখে-
এপিটাফ,
বালির চিতা,
রিলকের কবিতা,
এসবের ভেতর দিয়ে ঘামতে ঘামতে,
শেষে শুধুই রাত্রি জাগা-
নিদ্রাহীনতার চিত্রকল্প বুকে নিয়ে ক্রমশ সৃষ্টি হয়
বৈশাখ জৈষ্ঠ- দমকা তপ্ত হাওয়া,
নিঃশব্দ কাঁপা কাঁপা নক্ষত্রলোক-
নেহাৎই অসহ্য জ্বালা নিয়ে বেঁচে থাকা!
ধ্রুবতারা
টলটলে জলের মত নক্ষত্র যে ভাবে আকাশের দিকে টানে,
আসলে মনেরও সেরকমই এক স্বতন্ত্র স্রোত আছে
অনর্থের দিকে-
স্বেচ্ছাচারিনীর মত চাঁদ ওঠে বাগানের ওপর,
মেঘের আঁচল ফুঁড়ে তার বুকের ঢল,
চিবুকের ভাঁজ, মৃদু চলা নুপূর পায়ে-
রাতের কৃষ্ণচূড়া থেকে তারাটি এখন রোজ ফিসফিস করে
কিছু বলে-
তাকায় শুধু পলকহীন ভাবে,
মনের ভেতরে, আরও গভীরে,
হারায় না অথচ...!
*************************************************************************



খুব সুন্দর গ্রীষ্মের খরতাপে অতিষ্ট জীবন, ধ্রুবতারা লেখা পড়লাম
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ🙏
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন