গৌরীশঙ্কর দে-এর * হাইকু
হাইকু- ১
সাতসকালের
গন্ধ, নোনাপুকুরে
অন্ধ বিকেল।
হাইকু-২
চাঁদের আলো
গায়ে নিল মোমবাতি,
নেভালো যে কে!
হাইকু-৩
একটা মশাকে
পারে হাতি বানাতে
ঐকান্তিকতা।
হাইকু-৪
এক পাত্র মদ—
জীবনের উৎসবে
লাট খাচ্ছে ঘুড়ি।
হাইকু-৫
স্তূপাকার পাগড়ি
মেলে ফুল ফুটে আছে
ডাল ভাঙা গাছ।
হাইকু-৬
নেবে মান্দাস
লখীন্দরের ভেলা
বেহুলা কাঁদে।
হাইকু-৭
আমি হাইকু কি?
তুমি মিৎসুয়ো বাশো,
এজরা পাউন্ড।
হাইকু-৮
বাবার কষ্ট
বুড়ো বয়সে ঠান্ডা
পুকুর নিশ্চুপ।
হাইকু-৯
জ্বলে উঠেছে
আলো মা হাসপাতালে,
রোশনচৌকির।
****************************************************************************
গৌরীশঙ্কর দে
বাংলা কবিতায় একটি পরিচিত নাম। ছন্দকুশলী এই কবি প্রতিনিয়ত আমাদের কাব্যপিপাসা পরিতৃপ্ত করে চলেছেন। নির্বাচিত কবিতাসহ এ পর্যন্ত আটটিরও বেশি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তাঁরকয়েকটি উল্লেখযোগ্য কবিতার বই ---অশ্রু প্রপাতের নিচে * স্খলিত স্বপ্নের নীড় * ভাষামাতৃক্রোড়*আদিসপ্তগ্রাম * আশির বাদকের পত্রলেখা*অনৈশ্বর্য * নির্বাচিত কবিতা*
আমার নিভৃতাবাস



আমার নিভৃতাবাস প্রকাশিত হয়ে গেছে।
উত্তরমুছুনঅসাধারণ . . বিশাল ব্যাপ্তি... মুগ্ধ হলাম।
উত্তরমুছুনকবি গৌরীশঙ্ককর দে-র কবিতার আমি মুগ্ধ পাঠক। তার নটি হাইকু মনের মধ্যে নটি দিগন্ত উন্মোচিত করলো যেন...।
উত্তরমুছুন