রবিবার, ১২ জুন, ২০২২

উমা বন্দ্যোপাধ্যায়

 


উমা বন্দ্যোপাধ্যায় / দু'টি কবিতা 

                             

অন্যরকম


অন্যরকম করে বল অন্যরকম বাঁশি

হল সকাল, দুপুর হল, দু'কূল ভাসাভাসি

বান এসেছে। সদ্য জাগে রাঙামাটির চর;

আদুড় গায়ে উথালপাথাল, ঘর ছিল না, ঘর।


বানিয়ে তোলা সোনার চালা, রসাতলে পা,

ঘূর্ণি  টানে আকুল টানে, অন্ধকূপে যা ।

আরশি ধরে কান্না ঠোঁটে রুপোর মেয়েটি

সহস্র স্রোত টানছে অবাধ, নাম ফেরালো কি?


ভেসে ভেসে কুটো ও খড় নাগাল ছাড়াল;

মুক্তো- মেয়ে মৃত্যুমুখী বর্ণ হারাল ।

ওপারে গাছ, গাছের আড়াল বর্গী এসেছে ;

একশো দেশী বুলবুলি সব ধান্য খেয়েছে ।









অন্তিম

আমার অন্তিমকে শুইয়ে রেখো গন্ধরাজ আর

কাঠচাঁপার বাগানে । সকলেই নয় কেউ কেউ

জানে ফিরে যেতে । সুড়ঙ্গের হাওয়া  ভারী

তারও থেকে টানে সকরুণ বেণু । আমি জানি

ও খেলার সাথী জেগে থাকে শিয়রেই ফুলগুলি  ছুঁয়ে ।

যাবে না যাবেনা লোভে সাগরমেলায়। কোন হাওয়া 

আগুনের আঁচে গলে যায় নূপুরের ধ্বনি , পাখির

ঠোঁটের থেকে উড়ে যাওয়া  খড়কুটো ধিক্কার ছোঁড়ে

জয়গানে । সকলে জানে না , তবু কেউ কেউ জানে

ফিরে যেতে , শায়িত অন্তিম থেকে ফুলের বাগানে।



**************************************************************



উমা বন্দ্যোপাধ্যায়

জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে ।  ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই । স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক , তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ১৯৯৬ তে  প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে ' । পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন ' ছায়াময় ও দু-একটি মানুষ ,  চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা '  আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '।উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে  কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । আর সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ              'অক্ষরভূমি মধুপর্ণা' ।


1 টি মন্তব্য:

  1. উমা দির আকাশে কবিতা মেঘের মতো চড়ে। অত্যন্ত উচ্চাসনে বসিয়েছি তাঁকে। স্বরবর্ণ ওঁর ছোঁয়ায় নতুন বর্ণে বিচ্ছুরিত হলো।

    উত্তরমুছুন