দেবদাস রজক / দু'টি কবিতা
লবণ পাহাড়। উথালপাথাল।
হাতের ভিতর পুরো একটা ভূস্বর্গ আছে তুমি দ্যাখো নি!
লবণ পাহাড়। উথালপাথাল। ঝড়ো হাওয়ায় তুমি ভাসো নি...
এবার এসো! আগুন হবে, বৃষ্টি ছাড়ায় জ্বালব উনুন!
হরিণ গ্যাছে শরীর গ্যাছে দেখবে ক্যামন উইধরা মন।
উই ধরেছে এই শহরে, উই ধরেছে তোমার গালে
এ সাগরেই ঝরছে শ্রাবণ, ভাঙছে জাহাজ! বাতাস পালে!
সেদিন যখন পায়ের তলায় হুল ফুটিয়ে ভ্রমর ওড়ে
ওদিন থেকেই গায়ের উপর বিষের জামা-ই নিচ্ছি পরে
বাউন্ডুলে খোলা জানলাগুলো পর্দা ছাড়াই দোদুল দোলে
তাই দেখছি! ট্রাফিক জ্যামেও আতর ওড়ে তোমার চুলে
হাতের নীচে জলতালুতে ভূস্বর্গ আছে তুমি দ্যাখো নি!
লবণ পাহাড়। উথালপাথাল। ঝড় এসেছে তাও ভেজো নি...
দরজা
দরজার ভিতর আর একটি দরজা।
তার ভিতর আরও একটি
আরও একটি!
তারপর স্যাঁতস্যাঁতে অবারিত কুয়ো
জলে পড়ে আছে অবাঞ্ছিত শিশু আর কন্যা
কেউ হাসছে কেউ খেলছে কেউ খুনসুটি
কেউ শিস্ দিচ্ছে চুল উড়িয়ে। ওসব উলঙ্গ আয়না!
এরপর
একের পর এক, একের পর এক
দরজা বন্ধ হচ্ছে... স্তব্ধ হচ্ছে খিলান
কর্কশ কাক আর সব শুনশান। রুক্ষ চিল
উইধরা কালো দরজার গায়ে ফুটে আছে বটফুল
আর লবণবিল...
************************************************************************



চমৎকার লাগলো দুটি কবিতাই। অত্যন্ত অনায়াস ও আন্তরিক।
উত্তরমুছুন