রবিবার, ১২ জুন, ২০২২

কবিতা * পঙ্কজ মান্না


পঙ্কজ মান্না / দু'টি কবিতা


তুমি জানতে না

                                   

তুমি জানতে না এখনো রাতের তারা 

পাখিদের সাথে ভোরবেলা গেয়ে ওঠে !

তুমি জানতে না ব্যথার কুসুম ঘিরে 

সপ্ত ঋষি এখনো রাত্রে ফোটে ! 


সাদা থান পরা আমার মায়ের কোলে 

ঘুমিয়ে ছিলাম হয়তো বছর মাস

তুমি জানতে না এখনো মধ্যযামে 

হেলে পড়া ঘরে হচ্ছে প্রণয় চাষ ! 


কারা দলে প্রেম খৈনির মতো রঙের পলাশ বায়ু?!

তুমি জানতে না প্রেম তো ফড়িং,আড়াই ঘন্টা আয়ু ! 


ওহে পরমেশ,

এই বেশ আছি; ভালো আছি ,শুকতারা 


তুমি জানতে না দরজাটা খোলা পেয়ে 

কারা রেখে গেছে জীবন তন্দ্রাহারা !









ভয়

                       

এই জল কবিতার মতো,

সেই তৃষ্ণা তোমাকে দিলাম 


জলমেঘ কবিতার বাড়ি,

সে বাসাও তোমাকে দিলাম 


নদীর কী তৃষ্ণা থাকতে নেই!

হারাবার কেন এতো ভয় ! 


ফিরে আয়, ওরে জলমেঘ

এই চোখ তোমাকে দিলাম


***********************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ

২টি মন্তব্য:

  1. কবিদের কবি একজন। তাঁর কবিতা নিয়ে কিছু বলা আমার মতো তুচ্ছ একজন ভাষা শ্রমিকের কাছে, শৌখিন মজদুরির বেশি কিছু নয়। তাই🙏🙏

    উত্তরমুছুন
  2. প্রথম কবিতাটি অনেকবার পড়েছি।পূর্বেই।আমার মনের খুব কাছের।দ্বিতীয়টিতে এক নিস্তব্ধ সমর্পণ আছে।অনুভূতিময় কবিমানসে এযেন ভাবের নিরন্তর দ‍্যোতনা!কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম!

    উত্তরমুছুন