পঙ্কজ মান্না / দু'টি কবিতা
তুমি জানতে না
তুমি জানতে না এখনো রাতের তারা
পাখিদের সাথে ভোরবেলা গেয়ে ওঠে !
তুমি জানতে না ব্যথার কুসুম ঘিরে
সপ্ত ঋষি এখনো রাত্রে ফোটে !
সাদা থান পরা আমার মায়ের কোলে
ঘুমিয়ে ছিলাম হয়তো বছর মাস
তুমি জানতে না এখনো মধ্যযামে
হেলে পড়া ঘরে হচ্ছে প্রণয় চাষ !
কারা দলে প্রেম খৈনির মতো রঙের পলাশ বায়ু?!
তুমি জানতে না প্রেম তো ফড়িং,আড়াই ঘন্টা আয়ু !
ওহে পরমেশ,
এই বেশ আছি; ভালো আছি ,শুকতারা
তুমি জানতে না দরজাটা খোলা পেয়ে
কারা রেখে গেছে জীবন তন্দ্রাহারা !
ভয়
এই জল কবিতার মতো,
সেই তৃষ্ণা তোমাকে দিলাম
জলমেঘ কবিতার বাড়ি,
সে বাসাও তোমাকে দিলাম
নদীর কী তৃষ্ণা থাকতে নেই!
হারাবার কেন এতো ভয় !
ফিরে আয়, ওরে জলমেঘ
এই চোখ তোমাকে দিলাম
***********************************************************************


কবিদের কবি একজন। তাঁর কবিতা নিয়ে কিছু বলা আমার মতো তুচ্ছ একজন ভাষা শ্রমিকের কাছে, শৌখিন মজদুরির বেশি কিছু নয়। তাই🙏🙏
উত্তরমুছুনপ্রথম কবিতাটি অনেকবার পড়েছি।পূর্বেই।আমার মনের খুব কাছের।দ্বিতীয়টিতে এক নিস্তব্ধ সমর্পণ আছে।অনুভূতিময় কবিমানসে এযেন ভাবের নিরন্তর দ্যোতনা!কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম!
উত্তরমুছুন