স্বরবর্ণ
সৃজনের মৌলিক স্বর
স্বরবর্ণ * ১৭
তৃতীয় বর্ষ * ষষ্ঠ সংখ্যা
২ ফাল্গুন ১৪৩০ * ১৫ ফেব্রুয়ারি ২০২৪
সম্পাদকীয়
দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে এলাম আমরা। আগামী সংখ্যা থেকে পড়বো চতুর্থ বছরে। এই তিনটি বছরে 'স্বরবর্ণ' দেশ ও অন্তর্জাতিক ক্ষেত্রে কম ঘটনার সাক্ষী নয়। কোভিডজাত বিশ্বব্যাপী মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছি আমরা। উত্তাপে পুড়েছি রাশিয়া -ইউক্রেন কিংবা গাজা ভূখণ্ডে ইজরায়েল- হামাস যুদ্ধের আগুনে । রক্ত ছিটকে এসে লেগেছে আমাদের গায়ে। 'স্বরবর্ণ' তার সৃজনে মোছার চেষ্টা করেছে সেই দাগ, সেই ক্ষত। কখনো গল্পে, কখনো কবিতায় বা প্রবন্ধে।
এই তিনটি বছরে দেশেরও অনেক ঘটনার সাক্ষী আমরা। চাঁদে পাড়ি জমিয়েছে চন্দ্রযান টু। সূর্যের পথে ছুটেছে মহাকাশযান -আদিত্য। অযোধ্যায় গড়ে উঠেছে রাম মন্দির। কারো ইচ্ছাকে পদদলিত করে? সে প্রশ্নের উত্তর দেবে ইতিহাস। দেখছি এ-ও, বৃহত্তর গণতন্ত্রের গায়ে হাথরাস কিংবা সন্দেশখালীর মতো দগদগে ঘা।
দেশ এবং দশের মঙ্গল হোক, মানুষের মনুষ্যত্ববোধ ফিরে আসুক এই প্রার্থনা আর হাতে প্রতিবাদের কলমটি ছাড়া সৃজনশীল মানুষের আর কীই -বা হাতিয়ার থাকতে পারে। এই অস্ত্র সম্বল করেই তিনের গুণিতকে আরো বহুবছর আমরা হেঁটে যাব সৃষ্টির পথ ধরে, অঙ্গীকার।
**********************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন