বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

তন্ময় চট্টোপাধ্যায়


 


বিজয়ার প্রতি * তন্ময় চট্টোপাধ্যায়




জয়ের পতাকার তীর্যক অক্ষরেখা ধরে
তুমি চলেছ সীমাহীন সেতুবন্ধ সলিল....
আমি মুকময় কুয়াশার মতো মূর্তি রেখে
তোমার অগাধ বাসনার রঙে স্বপ্নিল |



কে চেয়েছে সেই ধূর্জটি,ধূর্তছায়া
কে নিয়েছে চেয়ে গুপ্ত মরুকায়া
আমি তো তোমার সাথেই বেঁধেছি ঘর
আর চাই না এ স্বচ্ছ চত্বর!!
শান্ত মনে তারই স্পষ্ট-তরী....!!



মনের কোনে কোথাও কি তুমি নেই
হঠাৎ বাসনা অন্য কথা বলে
এই বুঝি বেগে তারই ঘূর্ণি বয়
মনের মাঝে যত্ন মলিন ক্ষয়......



শারদমাঝি নৌকা বেয়ে যেথা
আগমনীর দুঃখ এনে দেয়
সেই অতলের নিষাদচক্ষু নিয়ে
আমার তোমার কত রাত্রির পয়




পেয়েছ খবর সেই অন্ধ আলোর?
যেখানে কালোর দ্বন্দ্ব-জীবন-জ্যোতি—
মনের নৌকা বৈছে তারই মতো
স্বপ্ন কোলাজ রুদ্ধ মেঘের মতি!!




আমার চোখে সবাই সবার মতো;
রাগবেরাগের রঙানুরঙের ছবি-
জ্বলছে দেখো অরুনিমার মুখে
খুবলে খাওয়ার কামিনী খঞ্জভবি-!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন