মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

উমা বন্দ্যোপাধ্যায়





উমা বন্দ্যোপাধ্যায় * দুটি কবিতা 
  

         












তৃতীয় নয়ন

কপালের লাল টিপ
তুমি নাকি তৃতীয় নয়ন !
অন্তর্দৃষ্টি হলে
দেখে নাও সেই দরজাটি
সাদা দেওয়ালের গায়ে
কালো বা সবুজ -
               নীল বা বাদামী -
না খোলালে কখনও  খোলে না ...
তোমাতেই জেগেছে আকাশ ... বারোমাস ;
তুমিই দেখেছ জানি
                     গৃহস্থ উঠোনে ...
কর্কশ দুপুর খাবি খায় ...
যে-ই তুমি হও -
    দেবী অথবা মানবী -
সুখ দুঃখের বাতিদান -
গাছের শিকড় চেনো ...
                     দুর্বোধ্য জন্মপ্রক্রিয়া ...
বোধিবৃক্ষে বেঁধে দাও লাল সুতো -
                               জীবন পরিধি .....

 


                  

















তুমি 

তোমাকে ছুঁই আলোকলতা
ছুঁয়েছি কাকে?
মাঝদুপুরে উঠোন জুড়ে
ঘুমিয়ে থাকে।
বেড়ার গায়ে হলুদ ফুলে
বাসটি মেলা
ঘরের আগল এখনও তার
হয়নি   খোলা
এখনও  দেখো  ছোঁয়নি জল
একলা  দীঘি
ডুব জলে  তার  সাঁতার  খেলা
এখনও  বাকি......






********************************************************************************************************




উমা বন্দ্যোপাধ্যায়

জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে ।  ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই । স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক , তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ১৯৯৬ তে  প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে ' । পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন ' ছায়াময় ও দু-একটি মানুষ ,  চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা '  আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '।উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে  কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । আর সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ              'অক্ষরভূমি মধুপর্ণা' 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন